Ajker Patrika

ডুমুরিয়ায় ৪ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
Thumbnail image

ডুমুরিয়া থানা-পুলিশের অভিযানে প্রতারণা মামলার দুই জনসহ ৪ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৮টার দিকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার নরনিয়া গ্রামের আশরাফ হোসেনের ছেলে কথিত সিআইডি অফিসার মো. মুজাহিদুল ইসলাম, মৃত এবাদ আলী মোড়লের ছেলে আশরাফ হোসেন, কাতার সরদারের ছেলে আব্দুস সেলিম সরদার ও আব্দুল হালিম সরদার। 
 
এ বিষয়ে থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) বিকাশ দাস বলেন, বিভিন্ন লোককে চাকরি দেওয়ার প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সিআর ২১২ / ২১ মামলায় খালিশপুর থানার ওয়ারেন্টভুক্ত আসামি মুজাহিদুল ইসলাম ও আশরাফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে আব্দুস সেলিম সরদার ও আব্দুল হালিম সরদার সিআর ১৯৪ / ১৯ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। 

ডুমুরিয়া থানার ওসি মো. ওবাইদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভুক্ত আসামিদের আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলহাজতে পাঠানো হয়েছে।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত