জঙ্গিবাদ দমনের নামে সরকারের চালবাজি ধরা খেতে শুরু করেছে: মান্না
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকার ও তার মন্ত্রী, আইনজীবীরা ধরা খেতে শুরু করেছে। এই সরকারের গণতন্ত্রের ভুগিচুগি ধরা খেতে শুরু করেছে। জঙ্গিবাদ দমন করার নামে যে চালবাজি তা ধরা খেতে শুরু করেছে। এই সরকার সব দিক থেকে ধরা খেয়ে যাবে আর বের হতে পারবে না।