Ajker Patrika

দেশের সব অর্জন আ. লীগের হাত ধরেই এসেছে: হানিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২০: ৫৫
দেশের সব অর্জন আ. লীগের হাত ধরেই এসেছে: হানিফ

দেশের সব অর্জন আওয়ামী লীগের হাত ধরেই এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেছেন, বঙ্গবন্ধুর হাত ধরে স্বাধীনতা অর্জন হয়েছে আর দেশের উন্নয়ন-অগ্রগতি হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শত প্রতিকূলতা পেরিয়ে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। 
 
আজ শুক্রবার রাজধানীর বাংলামোটরে পদ্মা লাইফ টাওয়ারস্থ বিবার্তা ২৪ ডটনেট ও জাগরণ আইপি টিভির কার্যালয়ে ‘স্বাধীনতার পঞ্চাশে প্রবন্ধ পঞ্চাশ’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 
 
হানিফ বলেন, ‘সন্তান যেমন মায়ের কাছে নিরাপদ ঠিক তেমনি তাঁর কাছে নিরাপদ বাংলাদেশ। দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য শেখ হাসিনার ধারে কাছেও কেউ নেই।’ 
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেছেন, ‘বক্তৃতার শক্তি ক্ষণস্থায়ী, তবে যদি বক্তব্য লিখিত আকারে সংরক্ষণ করা হয় তখন তা চিরস্থায়ী হয়ে যায়।’ 
 
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সানজিদা খানম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা, ব্যারিস্টার ফারজানা মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব প্রমুখ। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত