Ajker Patrika

ডিআরইউতে লাইব্রেরি উদ্বোধন করলেন ভারতীয় হাইকমিশনার

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ডিআরইউতে লাইব্রেরি উদ্বোধন করলেন ভারতীয় হাইকমিশনার

ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘কাজী নজরুল ইসলাম লাইব্রেরি’র উদ্বোধন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। ঢাকার ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় লাইব্রেরিটি নির্মাণ করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে বিক্রম দোরাইস্বামী বলেন, ‘প্রতিটি মানুষের নিজস্ব চিন্তা-ভাবনা ও মতামত আছে এবং তা প্রকাশের অধিকারও আছে। তবে সাংবাদিকদের মতামত নয় বরং ঘটনার সঠিক তথ্য খুঁজে নিয়ে আসতে হয়। আর এ কাজটি সাংবাদিকেরা করেন। লাইব্রেরিতে মানুষ প্রথমে ইতিহাস পায়। এরপর সেই ইতিহাসের সঠিক তথ্য খুঁজে পায়। আর তার ওপর ভিত্তি করে মতামত গড়ে উঠে।’ এসময় লাইব্রেরিসহ ডিআরইউর অন্যান্য বিষয়ে ঢাকার ভারতীয় হাইকমিশন পাশে থাকবে বলেও তিনি নিশ্চয়তা দেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারত অত্যন্ত বন্ধুপ্রতিম দেশ। করোনার কারণে দুই দেশের মধ্যে অনেক কার্যক্রমই থেমে আছে। তবে এখন যখন করোনা থেমে আসছে, তখন আমরা আশা করছি সেসব কার্যক্রম আবারও চালু হবে খুব দ্রুত।’

ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, ‘বাংলা ও ইংরেজি ভাষার বিভিন্ন বইয়ে সমৃদ্ধ করা হয়েছে এ লাইব্রেরিটি। ভালো সাংবাদিক ও লেখক হতে হলে লাইব্রেরির গুরুত্ব অপরিসীম। সেখান থেকে আমরা একটি লাইব্রেরির গুরুত্ব অনুধাবন করি এবং তা আজ বাস্তবে রূপ দিতে পেরেছি। আমরা আশা করি এখান থেকে সমৃদ্ধ হয়ে আরও ভালো সাংবাদিক ও লেখক আমরা পাব।’ এ সময়ে ভারতের গণমাধ্যম নিয়ে পড়াশোনায় বৃত্তির ক্ষেত্রে ডিআরইউয়ের সদস্যদের বিবেচনা করতে হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

বাংলাদেশ ও ভারত ভালো বন্ধু জানিয়ে সূচনা বক্তব্যে সংগঠনটির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ ও ভারতের যে বীরেরা তাঁদের জীবন উৎসর্গ করেছেন তাঁদের প্রতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নূরুল ইসলাম হাসিব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত