কঠিন সময়ের মুখে রিজার্ভ: ডলার যাওয়ার চাপ বেশি
আমদানি নিয়ন্ত্রণ, রপ্তানির উচ্চ প্রবৃদ্ধি আর সরকারের বৈদেশিক ঋণেও ডলারের মজুত বাড়ছে না। বরং প্রতিদিনই কমছে এর মজুত। সামনে সরকারি-বেসরকারি বৈদেশিক ঋণের বাড়তি কিস্তি পরিশোধের বাধ্যবাধকতা এবং আমদানির বাড়তি চাহিদা নতুন করে ভয় ধরাচ্ছে। বেশি রপ্তানি আয়, প্রবাসী আয় (রেমিট্যান্স) আর বৈদেশিক ঋণ থেকে আসা ডলার