Ajker Patrika

ডলারের মূল্যবৃদ্ধি: ১ হাজার ৪০০ কোটি টাকা লোকসান বিমানের

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০০: ০৬
ডলারের মূল্যবৃদ্ধি: ১ হাজার ৪০০ কোটি টাকা লোকসান বিমানের

ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে রাষ্ট্রীয় মালিকানাধীন বিমানের গত এক বছরে ১ হাজার ৪০০ কোটি টাকা লোকসান হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম এ তথ্য জানিয়েছেন। আজ বৃহস্পতিবার কুর্মিটোলায় বাংলাদেশ এয়ারলাইনস ট্রেনিং সেন্টারে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত সংলাপে তিনি এ তথ্য জানান। 
 
শফিউল আজিম বলেন, ‘গত বছরও আমরা লাভে ছিলাম, এ বছরও লাভে থাকব। তবে ডলার এক্সচেঞ্জ রেটের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। যেখানে আগে ১ ডলারের বিপরীতে ৮৫ টাকা দিতে হতো এখন দিতে হচ্ছে ১১৬ টাকা। এটা বিশ্বব্যাপী ক্রাইসিস। বিগত অর্থবছরে ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে ১ হাজার ৪০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এ কারণে মুনাফা কম হলেও বিমানে লাভে থাকবে। এ মাসের শেষের দিকে এজিএম হবে, সেখানে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে।’ 

এটিজেএফবি সংলাপে সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি ও বাসসের বিশেষ প্রতিনিধি মো. তানজিম আনোয়ার। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও এটিজেএফবির সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত