অনলাইন ডেস্ক
অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাসহ বিভিন্ন শহরে ঘরে ঘরে ঢুকে তল্লাশি চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এমনকি অঞ্চলটির বিভিন্ন মানি এক্সচেঞ্জ পয়েন্টেও অভিযান চালাচ্ছে তারা। মূল লক্ষ্য অর্থ জব্দ করা। এরই মধ্যে প্রায় আড়াই মিলিয়ন বা ২৫ লাখ ডলার সমপরিমাণ অর্থ জব্দ করেছে তারা। ইসরায়েলি বাহিনীর এই অভিযানে এক ফিলিস্তিনিও নিহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে পশ্চিম তীরের একটি সূত্র আল-জাজিরাকে জানিয়েছে, আজ বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছিলেন। পরে ওই ব্যক্তি মারা যান। অপর একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর বর্বর অভিযানে এরই মধ্যে রামাল্লায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। পশ্চিম তীরের অপর একটি শহর হালুলে ইসরায়েলি অভিযানে আহত হয়েছেন আরও অন্তত ৯ জন।
রামাল্লা ও হালুল ছাড়াও ইসরায়েলি বাহিনী অভিযান চালাচ্ছে, আল-বিরেহ, হেবরন, নাবলুস, জেনিন, তুলকারেম ও জেরিকো শহরেও। আল-জাজিরা জানিয়েছে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত জেনিনে অভিযান চলছিল।
মূলত ইসরায়েলি অভিযানের মূল লক্ষ্য হলো পশ্চিম তীরের মানি এক্সচেঞ্জ পয়েন্টগুলো। ইসরায়েলিদের দাবি, এসব এক্সচেঞ্জ পয়েন্টগুলোর মাধ্যমে ব্যাপক অর্থ আসছে পশ্চিম তীরে। যা ইসরায়েল বিরোধী লড়াইয়ে ব্যবহৃত হচ্ছে। এর আগে, ২০১৬ সালে এ ধরনের অভিযান চালিয়েছিল ইসরায়েল।
এই অভিযানে ইসরায়েলি বাহিনী রামাল্লার বিভিন্ন মানি এক্সচেঞ্জ পয়েন্ট থেকে আড়াই মিলিয়ন ডলার অর্থ জব্দ করেছে। এর মধ্যে ৩টি মানি এক্সচেঞ্জ পয়েন্ট রামাল্লায় অবস্থিত এবং পশ্চিম তীরের অন্যান্য দুটি শহরের আরও দুটি মানি এক্সচেঞ্জ পয়েন্ট থেকে এস অর্থ জব্দ করেছে।
রামাল্লা থেকে আল-জাজিরার প্রতিবেদক ইমরান খান জানিয়েছেন, রামাল্লার একটি মানি এক্সচেঞ্জ পয়েন্টে অর্থ জব্দ করতে গিয়ে সেখানকার সেফটি বিস্ফোরকের সাহায্যে উড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী।
এদিকে, গত ৭ অক্টোবর থেকে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২১ হাজার ৫০০ জনে। এর মধ্যে ২১ হাজার ১ শ জনেরও বেশি নিহত হয়েছে গাজায় এবং ৩ শ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে পশ্চিম তীরে। দুই অঞ্চল মিলে আহত হয়েছে প্রায় ৫৯ হাজার।
অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাসহ বিভিন্ন শহরে ঘরে ঘরে ঢুকে তল্লাশি চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এমনকি অঞ্চলটির বিভিন্ন মানি এক্সচেঞ্জ পয়েন্টেও অভিযান চালাচ্ছে তারা। মূল লক্ষ্য অর্থ জব্দ করা। এরই মধ্যে প্রায় আড়াই মিলিয়ন বা ২৫ লাখ ডলার সমপরিমাণ অর্থ জব্দ করেছে তারা। ইসরায়েলি বাহিনীর এই অভিযানে এক ফিলিস্তিনিও নিহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে পশ্চিম তীরের একটি সূত্র আল-জাজিরাকে জানিয়েছে, আজ বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছিলেন। পরে ওই ব্যক্তি মারা যান। অপর একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর বর্বর অভিযানে এরই মধ্যে রামাল্লায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। পশ্চিম তীরের অপর একটি শহর হালুলে ইসরায়েলি অভিযানে আহত হয়েছেন আরও অন্তত ৯ জন।
রামাল্লা ও হালুল ছাড়াও ইসরায়েলি বাহিনী অভিযান চালাচ্ছে, আল-বিরেহ, হেবরন, নাবলুস, জেনিন, তুলকারেম ও জেরিকো শহরেও। আল-জাজিরা জানিয়েছে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত জেনিনে অভিযান চলছিল।
মূলত ইসরায়েলি অভিযানের মূল লক্ষ্য হলো পশ্চিম তীরের মানি এক্সচেঞ্জ পয়েন্টগুলো। ইসরায়েলিদের দাবি, এসব এক্সচেঞ্জ পয়েন্টগুলোর মাধ্যমে ব্যাপক অর্থ আসছে পশ্চিম তীরে। যা ইসরায়েল বিরোধী লড়াইয়ে ব্যবহৃত হচ্ছে। এর আগে, ২০১৬ সালে এ ধরনের অভিযান চালিয়েছিল ইসরায়েল।
এই অভিযানে ইসরায়েলি বাহিনী রামাল্লার বিভিন্ন মানি এক্সচেঞ্জ পয়েন্ট থেকে আড়াই মিলিয়ন ডলার অর্থ জব্দ করেছে। এর মধ্যে ৩টি মানি এক্সচেঞ্জ পয়েন্ট রামাল্লায় অবস্থিত এবং পশ্চিম তীরের অন্যান্য দুটি শহরের আরও দুটি মানি এক্সচেঞ্জ পয়েন্ট থেকে এস অর্থ জব্দ করেছে।
রামাল্লা থেকে আল-জাজিরার প্রতিবেদক ইমরান খান জানিয়েছেন, রামাল্লার একটি মানি এক্সচেঞ্জ পয়েন্টে অর্থ জব্দ করতে গিয়ে সেখানকার সেফটি বিস্ফোরকের সাহায্যে উড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী।
এদিকে, গত ৭ অক্টোবর থেকে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২১ হাজার ৫০০ জনে। এর মধ্যে ২১ হাজার ১ শ জনেরও বেশি নিহত হয়েছে গাজায় এবং ৩ শ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে পশ্চিম তীরে। দুই অঞ্চল মিলে আহত হয়েছে প্রায় ৫৯ হাজার।
ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অবস্থান নিয়ে উত্তেজনা বাড়ছে। সর্বশেষ আজ বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে এক হয়েছেন ইউরোপের নেতারা। জেলেনস্কিকে তাঁরা বলেছেন—ইউরোপ রাশিয়ার চেয়ে শক্তিশালী। ইউক্রেনকে রক্ষা করতে তাঁরা প্রস্তুত।
৭ ঘণ্টা আগেএপ্রিলের শুরুতেই এই পদক্ষেপ কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিদায়ের আগে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন অভিবাসীদের সুরক্ষায় এই অস্থায়ী আইনি মর্যাদা অনুমোদন করেন। গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য বিরোধ শুরু হওয়ার আগে থেকেই...
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থা ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভ্যালেরি জালুঝনি। আজ বৃহস্পতিবার লন্ডনের চ্যাথাম হাউসে এক সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি বলেন, নতুন ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির ধরন পশ্চিমা বিশ্বের ঐক্যকে প্রশ্নবিদ্ধ করেছে। আমেরিকা, যুক্তরাষ্ট্র,
৯ ঘণ্টা আগেইউক্রেনের নিরাপত্তায় যুক্তরাজ্য নেতৃত্ব দেবে বলে বক্তব্য দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। আজ বৃহস্পতিবার রাতে বিবিসি জানিয়েছে, লিভারপুলের একটি প্রতিরক্ষা কারখানায় শ্রমিক ও গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি ওই বক্তব্য দেন।
১০ ঘণ্টা আগে