Ajker Patrika

ডিসেম্বরে রিজার্ভে যোগ হচ্ছে ১.৩১ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ২০: ১০
ডিসেম্বরে রিজার্ভে যোগ হচ্ছে ১.৩১ বিলিয়ন ডলার

বাংলাদেশের জন্য দ্বিতীয় কিস্তিতে ৬৮ কোটি ৯৫ লাখ ডলারের ঋণ অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। এই ঋণের অর্থ আগামী শুক্রবার বাংলাদেশের হিসাবে যোগ হবে। এর ফলে এই মাসে সব মিলে মোট ১.৩১ বিলিয়ন বা ১৩১ কোটি ডলার রিজার্ভে যোগ হচ্ছে। আজ বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এসব তথ্য জানান। 

তিনি সাংবাদিকদের বলেন, চলতি মাস ডিসেম্বরে এডিবির ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ডলার, দক্ষিণ কোরিয়ার ৯ কোটি ডলারসহ অন্যান্য সোর্স থেকে আরও ১৩ কোটি ডলার আসবে। আর এসব অর্থের ওপর ভর করে দেশের বৈদেশিক মুদ্রার মজুত (রিজার্ভ) কিছুটা বাড়বে। 

‘সব মিলিয়ে ডিসেম্বরে রিজার্ভে যোগ হবে ১ দশমিক ৩১ বিলিয়ন ডলার। যদিও নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে আকু পেমেন্ট রয়েছে। সেখানে ১ বিলিয়ন ডলারের কিছু বেশি রিজার্ভ থেকে বের হবে (পেমেন্ট হবে)।’

আইএমএফের হিসাব মান অনুযায়ী, গতকাল মঙ্গলবার পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১ হাজার ৯১৩ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবমতে, রিজার্ভ রয়েছে ২ হাজার ৪৬৭ কোটি ডলার। 

গতকাল স্থানীয় সময় সকাল ৯টায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইএমএফের প্রধান কার্যালয়ে নির্বাহী পর্ষদের বৈঠক অনুমতি পায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত