Ajker Patrika

আর্থিক হিসাবে ঘাটতির রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আর্থিক হিসাবে ঘাটতির রেকর্ড

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কায় বড় ধরনের ডলার-সংকটে পড়েছে দেশ; যার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের সামগ্রিক অর্থনীতিতে। নানা পদক্ষেপের পরও খুব একটা উন্নতি দৃশ্যমান হয়ে ওঠেনি। উল্টো স্বাধীনতার পর প্রথমবারের মতো দেশের আর্থিক হিসাব (ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট) নেতিবাচক হয়েছে। চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে আর্থিক হিসাবে ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৩৯৬ কোটি ডলার। গত বছরের একই সময়ে এই সূচকে ১২৭ কোটি ডলার উদ্বৃত্ত ছিল। ২০২১-২২ অর্থবছরে আর্থিক হিসাবের সূচকে ১ হাজার ৫৪৬ কোটি ডলারের বড় উদ্বৃত্ত ছিল। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে (ব্যালান্স অব পেমেন্ট) উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ কোটি ৩০ লাখ ডলার। তিন মাস শেষে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর সময়ে উদ্বৃত্তের পরিমাণ ছিল ১১২ কোটি ডলার। গত ২০২২-২৩ অর্থবছরের প্রথম চার মাসে অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচকে ৪৪৯ কোটি ডলারের ঘাটতি ছিল।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) পণ্য বাণিজ্যে সার্বিক ঘাটতি বেশ কমেছে। গত অক্টোবর পর্যন্ত বাণিজ্যের সার্বিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩৮০ কোটি ৯০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ৯৬২ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে ঘাটতি কমেছে ৫৮১ কোটি ৬০ লাখ ডলার।

তথ্য অনুযায়ী, জুলাই-অক্টোবর সময়ে ২ হাজার ২৬ কোটি ৯০ লাখ ডলারের বিভিন্ন ধরনের পণ্য আমদানি করেছেন বাংলাদেশের ব্যবসায়ী-উদ্যোক্তারা, যা গত বছরের একই সময়ের চেয়ে ২০ দশমিক ৫৪ শতাংশ কম। ২০২২-২৩ অর্থবছরের এই চার মাসে ২৫ দশমিক ৫১ বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়েছিল। অন্যদিকে এই বছরের জুলাই-অক্টোবর সময়ে বিভিন্ন পণ্য রপ্তানি করে ১ হাজার ৬৪৬ কোটি ডলার রপ্তানি আয় হয়েছে; যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১ হাজার ৫৮৮ কোটি ডলার।

জুলাই-অক্টোবর সময়ে সেবা খাতের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১৭০ কোটি ডলার। গত বছরের একই সময়ে এই ঘাটতি ছিল ১৩৮ কোটি ডলার। মূলত বিমা, ভ্রমণ ইত্যাদি খাতের আয়-ব্যয় হিসাব করে সেবা খাতের বাণিজ্য ঘাটতি পরিমাপ করা হয়।

সামগ্রিক লেনদেন ভারসাম্যে (ওভারঅল ব্যালান্স) ঘাটতি বেড়েছে। জুলাই-সেপ্টেম্বর সময়ে এই সূচকে ঘাটতি ছিল ২৮৫ কোটি ডলার। জুলাই-অক্টোবর সময়ে তা বেড়ে ৩৮৪ কোটি ডলারে উঠেছে। গত বছরের একই সময়ে এই ঘাটতি ছিল ৪৭০ কোটি ডলার।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, ‘দেশের বাণিজ্য ঘাটতি নতুন কিছু নয়। মহামারি করোনা ও ইউক্রেন যুদ্ধের পরে সমগ্র বিশ্বে একটা সংকট দেখা দেয়; যার ফলে আমদানি পণ্যের ব্যয় বেড়ে যায়। আর ডলার-সংকটে নানা উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে অধিকাংশ সূচকে উন্নতি হয়েছে। চলতি হিসাবে নেগেটিভ থেকে পজিটিভ হয়েছে। তবে হঠাৎ করে আর্থিক হিসাব নেতিবাচক হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত