২১তম গ্র্যান্ড স্লাম জয় থেকে এক ধাপ দূরে নাদাল
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল। সেমিফাইনালে নাদাল রীতিমতো উড়িয়ে দিয়েছেন মাত্তেয়ো বেরেত্তিনিকে। ৬-৩, ৬-২, ৩-৬, ৬-৩ সেটে জিতেছেন ৩৫ বছর বয়সী এই স্প্যানিশ তারকা। ২১তম গ্রান্ড স্ল্যাম জয় থেকে আর এক ধাপ দূরে আছেন নাদাল।