Ajker Patrika

‘নো-ভ্যাক্স’ জোকোভিচ বিশ্বাস করেন পানির সঙ্গে কথা বলা যায়

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১৫: ২৫
Thumbnail image

বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকা নোভাক জোকোভিচ। র‍্যাকিংয়ে শীর্ষে থাকা সার্বিয়ান এই টেনিস মহাতারকা জিতেছেন সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্লাম। সম্প্রতি জোকোভিচ অবশ্য আলোচনায় এসেছেন অন্য কারণে। করোনার টিকা না নেওয়ায় জোকোভিচকে অস্ট্রেলিয়ায় ঢুকতে দেওয়া হয়নি। 

অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মেলবোর্নে আসার পর নাটকীয়ভাবে অস্ট্রেলিয়ায় প্রবেশের ভিসা বাতিল করা হয় জোকোভিচের। ২০২০ সালে প্রথম ভ্যাকসিনবিরোধী মন্তব্য করে আলোচনায় এসেছিলেন জোকোভিচ। তাঁর নাম নোভাকের সঙ্গে মিলিয়ে তাঁকে এখন ডাকা হচ্ছে ‘নো-ভ্যাক্স’ বলেও। তবে জোকোভিচ শুধু টিকাবিরোধীই নন, আরও নানা ধরনের কুসংস্কারে বিশ্বাস করেন তিনি। 

জোকোভিচ একজন আধ্যাত্মিক গুরু নিয়োগ দিয়েছিলেন, যাঁর কাছ থেকে তিনি নানা ধরনের পরামর্শ নিতেন। পাশাপাশি জোকোভিচ বিশ্বাস করেন যে পানির সঙ্গে কথা বলা যায় এবং গাছকে বন্ধু বানানো যায়।

গত বছর একটি সাক্ষাৎকারে জোকোভিচ কথা বলেন, কীভাবে প্রার্থনার শক্তি বিষাক্ত পানি এবং খাবারকে স্বাস্থ্যকর করে তুলতে পারে। 

জোকোভিচ তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমি এমন মানুষকে জানি, যারা শক্তির রূপান্তর ঘটিয়ে প্রার্থনার মধ্য দিয়ে বিষাক্ত খাবার এবং দূষিত পানিকে নিরাময়যোগ্য খাবার ও পানিতে রূপান্তর করতে পারে। 

এর আগে ২০১৯ সালে জোকোভিচ বলেছিলেন, ব্রাজিলে আমার একজন বন্ধু আছে, সেটা হলো একটা ডুমুরগাছ। আমি তার ওপর চড়তে এবং তার সঙ্গে সংযোগ স্থাপন করতে পছন্দ করি। এটা আমার খুব পছন্দের একটি কাজ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত