ক্রীড়া ডেস্ক
আইনি লড়াইয়ে হেরে অবশেষে অস্ট্রেলিয়া ছাড়তে হচ্ছে জোকোভিচকে। অস্ট্রেলিয়ান ওপেন খেলতে জোকোভিচ তাকিয়ে ছিলেন আজকের শুনানির দিকে। আদালতের রায় শেষ পর্যন্ত বিপক্ষে যাওয়ায় এখন অস্ট্রেলিয়া ওপেন খেলা হবে না এই সার্বিয়ান টেনিস তারকার। আদালতের রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজের হতাশার কথা জানিয়েছেন জোকোভিচ। তবে রায়ের প্রতি সম্মান রেখে এখন অস্ট্রেলিয়া ছাড়তে যাচ্ছেন বলেও জানান তিনি।
আগামীকাল সোমবার অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে খেলার কথা ছিল জোকোভিচের। কিন্তু আদালতের রায়ের পর এখন আর সেটি সম্ভব হচ্ছে না। রায়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে জোকোভিচ বলেন, ‘আজকে আদালতের ফলাফলের শুনানি নিয়ে আমি সংক্ষিপ্ত একটি বিবৃতি দিতে চাই। পরবর্তী মন্তব্য করার আগে আমি বিশ্রাম নিতে চাইব এবং ধাক্কা সামলাতে নিজেকে সময় দেব।’
রায় নিয়ে নিজের হতাশার কথা জানিয়ে জোকোভিচ আরও বলেন, ‘মন্ত্রীর দেওয়া ভিসা বাতিলের সিদ্ধান্তের বিচার বিভাগীয় পর্যালোচনার জন্য আমার করা আবেদন খারিজ হওয়ায় আমি অত্যন্ত হতাশ। এর অর্থ হচ্ছে, আমি আর অস্ট্রেলিয়ায় থাকতে পারব না এবং অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ করতে পারব না। আমি আদালতের রায়ের প্রতি সম্মান জানাচ্ছি এবং এই দেশ ছেড়ে যাওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করব।’
গত কদিন ধরে তাঁকে নিয়ে চলতে থাকা বিষয়গুলো নিয়ে অস্বস্তিতে ছিলেন বলেও মন্তব্য করেন জোকোভিচ। সার্বিয়ান এই শীর্ষ বাছাই বলেন, ‘গত সপ্তাহগুলোতে সবার মনোযোগ আমার ওপর ছিল, তা নিয়ে অস্বস্তিতে ছিলাম। আমি আশা করি, এখন সবাই খেলায় এবং আমার ভালোবাসার টুর্নামেন্টটিতে মনোযোগ দিতে পারবে। আমি খেলোয়াড়, টুর্নামেন্ট কর্তৃপক্ষ, স্টাফ, স্বেচ্ছাসেবক ও সমর্থকদের টুর্নামেন্ট নিয়ে শুভকামনা জানাতে চাই। আর পরিশেষে পরিবার, বন্ধু, দল, সমর্থক, ভক্ত সবাইকে সমর্থনের জন্য ধন্যবাদ দিতে চাই। আপনারা সবাই আমার শক্তির উৎস ছিলেন।’
আইনি লড়াইয়ে হেরে অবশেষে অস্ট্রেলিয়া ছাড়তে হচ্ছে জোকোভিচকে। অস্ট্রেলিয়ান ওপেন খেলতে জোকোভিচ তাকিয়ে ছিলেন আজকের শুনানির দিকে। আদালতের রায় শেষ পর্যন্ত বিপক্ষে যাওয়ায় এখন অস্ট্রেলিয়া ওপেন খেলা হবে না এই সার্বিয়ান টেনিস তারকার। আদালতের রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজের হতাশার কথা জানিয়েছেন জোকোভিচ। তবে রায়ের প্রতি সম্মান রেখে এখন অস্ট্রেলিয়া ছাড়তে যাচ্ছেন বলেও জানান তিনি।
আগামীকাল সোমবার অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে খেলার কথা ছিল জোকোভিচের। কিন্তু আদালতের রায়ের পর এখন আর সেটি সম্ভব হচ্ছে না। রায়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে জোকোভিচ বলেন, ‘আজকে আদালতের ফলাফলের শুনানি নিয়ে আমি সংক্ষিপ্ত একটি বিবৃতি দিতে চাই। পরবর্তী মন্তব্য করার আগে আমি বিশ্রাম নিতে চাইব এবং ধাক্কা সামলাতে নিজেকে সময় দেব।’
রায় নিয়ে নিজের হতাশার কথা জানিয়ে জোকোভিচ আরও বলেন, ‘মন্ত্রীর দেওয়া ভিসা বাতিলের সিদ্ধান্তের বিচার বিভাগীয় পর্যালোচনার জন্য আমার করা আবেদন খারিজ হওয়ায় আমি অত্যন্ত হতাশ। এর অর্থ হচ্ছে, আমি আর অস্ট্রেলিয়ায় থাকতে পারব না এবং অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ করতে পারব না। আমি আদালতের রায়ের প্রতি সম্মান জানাচ্ছি এবং এই দেশ ছেড়ে যাওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করব।’
গত কদিন ধরে তাঁকে নিয়ে চলতে থাকা বিষয়গুলো নিয়ে অস্বস্তিতে ছিলেন বলেও মন্তব্য করেন জোকোভিচ। সার্বিয়ান এই শীর্ষ বাছাই বলেন, ‘গত সপ্তাহগুলোতে সবার মনোযোগ আমার ওপর ছিল, তা নিয়ে অস্বস্তিতে ছিলাম। আমি আশা করি, এখন সবাই খেলায় এবং আমার ভালোবাসার টুর্নামেন্টটিতে মনোযোগ দিতে পারবে। আমি খেলোয়াড়, টুর্নামেন্ট কর্তৃপক্ষ, স্টাফ, স্বেচ্ছাসেবক ও সমর্থকদের টুর্নামেন্ট নিয়ে শুভকামনা জানাতে চাই। আর পরিশেষে পরিবার, বন্ধু, দল, সমর্থক, ভক্ত সবাইকে সমর্থনের জন্য ধন্যবাদ দিতে চাই। আপনারা সবাই আমার শক্তির উৎস ছিলেন।’
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে