সরু চালের দাম বাড়তি মোটা চালে মন্দা
রাজধানীতে পাইকারি ও খুচরা পর্যায়ে মোটা ও মাঝারি চালের বাজারে মন্দা অবস্থা চলছে। তবে সরু চালের দাম বাড়তির দিকে। ব্যবসায়ীরা জানিয়েছেন, মাঝারি ও মোটা চালের চাহিদা কমায় দামও কিছুটা কমতির দিকে। ভোক্তারা বলছেন, সরু চালের দাম বাড়তি। টিসিবির বাজার তদারকির প্রতিবেদনেও সেটির প্রমাণ পাওয়া যায়।