Ajker Patrika

সরু চালের দাম বাড়তি মোটা চালে মন্দা

আয়নাল হোসেন, ঢাকা
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১২: ০৮
Thumbnail image

রাজধানীতে পাইকারি ও খুচরা পর্যায়ে মোটা ও মাঝারি চালের বাজারে মন্দা অবস্থা চলছে। তবে সরু চালের দাম বাড়তির দিকে। ব্যবসায়ীরা জানিয়েছেন, মাঝারি ও মোটা চালের চাহিদা কমায় দামও কিছুটা কমতির দিকে। ভোক্তারা বলছেন, সরু চালের দাম বাড়তি। টিসিবির বাজার তদারকির প্রতিবেদনেও সেটির প্রমাণ পাওয়া যায়।

আজিমপুর সরকারি কলোনির বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, চার দিন আগে তিনি ৫০ কেজি ওজনের এক বস্তা নাজিরশাইল চাল ৩ হাজার ৪০০ টাকায় কিনেছেন। দুই মাস আগে এর দাম ছিল ৩ হাজার ১৫০ টাকা।

রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার তদারকির প্রতিবেদন অনুযায়ী, গতকাল রোববার প্রতি কেজি সরু চাল বিক্রি হয়েছে ৬২-৭৫ টাকায়। এক সপ্তাহ আগে দাম ছিল ৬০-৭৫ টাকা। তবে মাঝারি মানের চাল গতকাল বিক্রি হয়েছে ৫০-৫৫ টাকা কেজি দরে। এক মাস আগে ছিল ৫২-৫৬ টাকা।

পুরান ঢাকার বাবুবাজারের মেসার্স নিউ মুক্তা রাইস এজেন্সির মালিক দ্বীন মোহাম্মদ স্বপন বলেন, রোজায় মানুষ তুলনামূলক ভাত কম খায়। ফলে দামও কিছুটা কমতির দিকে।

যশোরের মোহিনী রাইসের মালিক জাহাঙ্গীর আলম বলেন, মোকামে চালের দাম কমতির দিকে। দুই সপ্তাহে কেজিতে ২-৪ টাকা দাম কমেছে।  

জানা যায়, গতকাল পাইকারি বাজারে মানভেদে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হয়েছে ৬০-৬৬ টাকায়, যা আগে ছিল ৬১-৬৭ টাকা। একইভাবে ৬২-৭০ টাকা দরের নাজিরশাইল আগে ছিল ৬৩-৭২ টাকা। ৪৬-৪৮ টাকার বিআর-২৮ চাল ছিল ৪৭-৪৮ টাকা। 

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি গুদামে চালের মজুত ছিল ১৩ লাখ ৮৩ হাজার ২৭৮ টন।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক গবেষণা পরিচালক এম আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, সরকার হম্বিতম্বি করে দাম কিছুটা কমালেও এটি সাময়িক। বিদ্যুতের দাম বাড়ানোয় বোরো চালের দামে প্রভাব পড়বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত