Ajker Patrika

টিসিবির মাধ্যমে ভারতের পেঁয়াজ বিক্রি শুরু আগামীকাল

নিজস্ব প্রতিবেদক ঢাকা
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১৬: ৪৯
টিসিবির মাধ্যমে ভারতের পেঁয়াজ বিক্রি শুরু আগামীকাল

আগামীকাল মঙ্গলবার ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ বিক্রি কার্যক্রম শুরু করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। টিসিবি ভবন এর সামনে থেকে সকাল ১০টায় এই বিক্রয় কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির।

হুমায়ুন কবির আরও জানান, ঢাকা শহরের ১০৩টি, চট্টগ্রামের ৫৫টি এবং গাজীপুরের ১৭ থেকে ২০টি স্পটে ট্রাকে করে প্রতি কেজি পেঁয়াজ ৪০ টাকা দরে বিক্রি হবে।

দেশে পেঁয়াজের বাজার অস্বাভাবিক বাড়ায় ভারত থেকে সরকারিভাবে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে গতকাল ট্রেনে করে ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ দেশের বাজারে পৌঁছেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত