খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামায় ইউপি চেয়ারম্যান–মেম্বরদের বিরুদ্ধে ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিক্রি কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। এই ঘটনায় আজ বৃহস্পতিবার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে তাদের শোকজ করা হয়েছে।
অভিযুক্তরা হলেন–২ নম্বর ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মাজেদুল ইসলাম ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মমিনুল হক।
এর আগে বৃহস্পতিবার টিসিবির সুবিধাভোগীদের কার্ড দিয়ে ইউপি চেয়ারম্যান–মেম্বাররা গোপনে পণ্য উত্তোলন করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আকস্মিক পরিদর্শনে যান ইউএনও। এ সময় তিনি অনিয়মের সত্যতা পান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আকস্মিক পরিদর্শনে গিয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় ইউপি চেয়ারম্যান ও দুই ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের লিখিত জবাব অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জানা যায়, উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টিসিবি সুবিধার আওতায় রয়েছেন ৩ হাজার ৫০০ জন। এরা প্রত্যেক ৪৭০ টাকার বিনিময়ে প্রতি মাসে ৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি মসুর ডাল ক্রয় করতে পারেন। তবে পরিচিত পরিবারের কার্ড হালনাগাদ চলমান থাকায় ইউপি চেয়ারম্যান ও সদস্যরা প্রকৃত সুবিধাভোগীদের না জানিয়ে নিজের খেয়ালখুশি মতো করে টিসিবির পণ্য উত্তোলন করেন।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় আকস্মিক পরিদর্শনে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে টিসিবি পণ্য ক্রয়ের সময় ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ৭৬ টি,৫ নম্বর ওয়ার্ডের ৫ টি,৮ নম্বর ওয়ার্ডের ৬টি ও ৯ নম্বর ওয়ার্ডের ২২টি প্রকৃত উপকারভোগীর কার্ডসহ হাতেনাতে দুই ইউপি সদস্যকে শনাক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
খোঁজ নিয়ে জানা যায়, পণ্য বিক্রয়কারী ডিলারের লোকজন তালিকা ও কার্ডের সঙ্গে ক্রয়কারীর পরিচয় মিলিয়ে দেখছে না। যিনি কার্ড নিয়ে এসেছেন তিনি প্রকৃত কার্ডধারী কি না তাও যাচাই করছেন না। ফলে এক ব্যক্তির নামীয় কার্ডের পণ্য অন্যজন তুলছেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ২ নম্বর ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল আজকের পত্রিকাকে বলেন, ‘অফিস প্রধান হিসেবে কারণ দর্শানোর চিঠি পেয়েছি। নির্ধারিত সময়ে লিখিত জবাব প্রদান করব।’ অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এই ঘটনায় দুই ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের ইউএনও মহোদয় ডাকছিল এতটুকুই।’
দিনাজপুরের খানসামায় ইউপি চেয়ারম্যান–মেম্বরদের বিরুদ্ধে ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিক্রি কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। এই ঘটনায় আজ বৃহস্পতিবার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে তাদের শোকজ করা হয়েছে।
অভিযুক্তরা হলেন–২ নম্বর ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মাজেদুল ইসলাম ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মমিনুল হক।
এর আগে বৃহস্পতিবার টিসিবির সুবিধাভোগীদের কার্ড দিয়ে ইউপি চেয়ারম্যান–মেম্বাররা গোপনে পণ্য উত্তোলন করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আকস্মিক পরিদর্শনে যান ইউএনও। এ সময় তিনি অনিয়মের সত্যতা পান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আকস্মিক পরিদর্শনে গিয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় ইউপি চেয়ারম্যান ও দুই ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের লিখিত জবাব অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জানা যায়, উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টিসিবি সুবিধার আওতায় রয়েছেন ৩ হাজার ৫০০ জন। এরা প্রত্যেক ৪৭০ টাকার বিনিময়ে প্রতি মাসে ৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি মসুর ডাল ক্রয় করতে পারেন। তবে পরিচিত পরিবারের কার্ড হালনাগাদ চলমান থাকায় ইউপি চেয়ারম্যান ও সদস্যরা প্রকৃত সুবিধাভোগীদের না জানিয়ে নিজের খেয়ালখুশি মতো করে টিসিবির পণ্য উত্তোলন করেন।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় আকস্মিক পরিদর্শনে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে টিসিবি পণ্য ক্রয়ের সময় ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ৭৬ টি,৫ নম্বর ওয়ার্ডের ৫ টি,৮ নম্বর ওয়ার্ডের ৬টি ও ৯ নম্বর ওয়ার্ডের ২২টি প্রকৃত উপকারভোগীর কার্ডসহ হাতেনাতে দুই ইউপি সদস্যকে শনাক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
খোঁজ নিয়ে জানা যায়, পণ্য বিক্রয়কারী ডিলারের লোকজন তালিকা ও কার্ডের সঙ্গে ক্রয়কারীর পরিচয় মিলিয়ে দেখছে না। যিনি কার্ড নিয়ে এসেছেন তিনি প্রকৃত কার্ডধারী কি না তাও যাচাই করছেন না। ফলে এক ব্যক্তির নামীয় কার্ডের পণ্য অন্যজন তুলছেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ২ নম্বর ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল আজকের পত্রিকাকে বলেন, ‘অফিস প্রধান হিসেবে কারণ দর্শানোর চিঠি পেয়েছি। নির্ধারিত সময়ে লিখিত জবাব প্রদান করব।’ অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এই ঘটনায় দুই ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের ইউএনও মহোদয় ডাকছিল এতটুকুই।’
নারায়ণগঞ্জের সোনারগাঁয় ঝটিকা মিছিল করেছেন উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। একই সময়ে ফতুল্লায় মিছিলের প্রস্তুতির সময় সাতজনকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেরাজধানীর হাতিরঝিল মোড়ল গলিতে দুর্বৃত্তের গুলিতে আহত ৩৬ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী আরিফ শিকদার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
১ ঘণ্টা আগেবরগুনার তালতলীতে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করেছেন রেজাউল ইসলাম নামের এক যুবক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
১ ঘণ্টা আগেসাধারণ ছুটি ঘোষণা করা প্রতিষ্ঠানগুলো হলো তুসুকা জিনস লিমিটেড, তুসুকা ট্রাউজার্স লিমিটেড, তুসুকা ডেনিম লিমিডেট, তুসুকা প্রসেসিং লিমিটেড, তুসুকা ওয়াশিং লিমিটেড ও তুসুকা প্যাকেজিং লিমিটেড। নোটিশে বলা হয়, উল্লেখিত প্রতিষ্ঠানের সব কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে, কারখানার...
২ ঘণ্টা আগে