পরীমণির সঙ্গে একই সিনেমায় মধুমিতা
টালিউড ইন্ডাস্ট্রি মানেই গোয়েন্দা গল্পের রমরমা। ফেলুদা ও ব্যোমকেশ তো আছেই। এ দুই চরিত্র নিয়ে কত সিনেমা, সিরিজ যে হয়েছে; সে তালিকা বেশ দীর্ঘ। এ ছাড়া কাকাবাবু, মিতিন মাসি, দীপক চ্যাটার্জি, কিরীটি রায়, দময়ন্তী, একেন বাবু চরিত্রদের নিয়েও অনেক কাজ হয়েছে। এখনো টালিউডের সিনেমায় রাজত্ব করছে এসব গোয়েন্দা চরি