পশ্চিমবঙ্গের বাংলা সিনেমায় প্রায়ই বাংলাদেশের শিল্পীদের অভিনয়ের খবর শোনা যায়। এখানকার নাটক-সিনেমায়ও অভিনয় করেন কলকাতার শিল্পীরা। গানের ক্ষেত্রেও দুই বাংলার এই আদান প্রদান চোখে পড়ে। তবে অভিনয়শিল্পীদের তুলনায় ওপারে কম সুযোগ পান এপারের সংগীতশিল্পীরা। সাম্প্রতিক সময়ে কয়েকজন শিল্পীর কণ্ঠ শোনা গেছে টালিউডের সিনেমায়। এ তালিকায় যুক্ত হলেন মিনার রহমান। বাংলাদেশের জনপ্রিয় এই শিল্পী কণ্ঠ দিয়েছেন রাজ চক্রবর্তীর ‘বাবলি’ সিনেমায়।
বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন রাজ। এতে প্রথমবার জুটি বেঁধেছেন আবীর চট্টোপাধ্যায় ও শুভশ্রী গাঙ্গুলি। আগামীকাল শনিবার প্রকাশ পাবে মিনার রহমানের গাওয়া বাবলি সিনেমার প্রথম গান ‘ডুবে আছি’।
আজ শুক্রবার গানটি মুক্তির আগের দিন আবীর ও শুভশ্রী হাজির হয়েছেন ভিডিওবার্তা নিয়ে। সেখানেই তাঁরা জানিয়েছেন, সবাইকে ভালোবাসায় ডুবাতে মিনার রহমানের কণ্ঠে আসছে ‘বাবলি’ সিনেমার প্রথম গান ‘ডুবে আছি’।
আবীর ও শুভশ্রীর ভিডিওবার্তাটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন মিনার।
ক্যাপশনে লিখেছেন, ‘বাবলি সিনেমার জন্য আমার গাওয়া নতুন গান ডুবে আছি আসছে আগামীকাল। গানটি সুর করেছেন ইন্দ্রদ্বীপ দাশগুপ্ত। লিখেছেন সুব্রত বারিষওয়ালা। আশা করি, আপনাদের সবার গানটি খুব ভালো লাগবে। দুই বাংলা জুড়ে আমার ভক্তদের জানাই অসংখ্য ভালোবাসা। সবাই ভালো থাকবেন।’
এর আগে রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘বোঝে না সে বোঝে না’ সিনেমায় দেখা গিয়েছিল আবীরকে। দীর্ঘ ৮ বছর পর বাবলি দিয়ে আবার রাজের পরিচালনায় ফিরেছেন অভিনেতা। অন্যদিকে স্বামী রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘পরিণীতা’, ‘হাবজি গাবজি’, ‘ধর্মযুদ্ধ’-মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন শুভশ্রী।
পশ্চিমবঙ্গের বাংলা সিনেমায় প্রায়ই বাংলাদেশের শিল্পীদের অভিনয়ের খবর শোনা যায়। এখানকার নাটক-সিনেমায়ও অভিনয় করেন কলকাতার শিল্পীরা। গানের ক্ষেত্রেও দুই বাংলার এই আদান প্রদান চোখে পড়ে। তবে অভিনয়শিল্পীদের তুলনায় ওপারে কম সুযোগ পান এপারের সংগীতশিল্পীরা। সাম্প্রতিক সময়ে কয়েকজন শিল্পীর কণ্ঠ শোনা গেছে টালিউডের সিনেমায়। এ তালিকায় যুক্ত হলেন মিনার রহমান। বাংলাদেশের জনপ্রিয় এই শিল্পী কণ্ঠ দিয়েছেন রাজ চক্রবর্তীর ‘বাবলি’ সিনেমায়।
বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন রাজ। এতে প্রথমবার জুটি বেঁধেছেন আবীর চট্টোপাধ্যায় ও শুভশ্রী গাঙ্গুলি। আগামীকাল শনিবার প্রকাশ পাবে মিনার রহমানের গাওয়া বাবলি সিনেমার প্রথম গান ‘ডুবে আছি’।
আজ শুক্রবার গানটি মুক্তির আগের দিন আবীর ও শুভশ্রী হাজির হয়েছেন ভিডিওবার্তা নিয়ে। সেখানেই তাঁরা জানিয়েছেন, সবাইকে ভালোবাসায় ডুবাতে মিনার রহমানের কণ্ঠে আসছে ‘বাবলি’ সিনেমার প্রথম গান ‘ডুবে আছি’।
আবীর ও শুভশ্রীর ভিডিওবার্তাটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন মিনার।
ক্যাপশনে লিখেছেন, ‘বাবলি সিনেমার জন্য আমার গাওয়া নতুন গান ডুবে আছি আসছে আগামীকাল। গানটি সুর করেছেন ইন্দ্রদ্বীপ দাশগুপ্ত। লিখেছেন সুব্রত বারিষওয়ালা। আশা করি, আপনাদের সবার গানটি খুব ভালো লাগবে। দুই বাংলা জুড়ে আমার ভক্তদের জানাই অসংখ্য ভালোবাসা। সবাই ভালো থাকবেন।’
এর আগে রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘বোঝে না সে বোঝে না’ সিনেমায় দেখা গিয়েছিল আবীরকে। দীর্ঘ ৮ বছর পর বাবলি দিয়ে আবার রাজের পরিচালনায় ফিরেছেন অভিনেতা। অন্যদিকে স্বামী রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘পরিণীতা’, ‘হাবজি গাবজি’, ‘ধর্মযুদ্ধ’-মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন শুভশ্রী।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৬ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৬ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৬ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
৬ ঘণ্টা আগে