প্রথমবার টালিউডে নির্মিত হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক। ছবিটি পরিচালনা করছেন আবদুল আলিম। আর এতে নজরুলের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা কিঞ্জল নন্দ। সিনেমাটিতে তুলে ধরা হবে নজরুলের জীবনের নানা দিক, থাকবে জানা-অজানা কথা।
সিনেমাটির নাম রাখা হয়েছে ‘কাজী নজরুল ইসলাম’। নজরুলের শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত তুলে ধরা হবে এই ছবিতে। অভিনেতা কিঞ্জল বলেছেন, ‘আসছে শীত মৌসুমে শুরু হবে শুটিং।’
কিঞ্জল আরও বলেছেন, ‘কাজী নজরুলের কথা তো ছোটবেলা থেকে শুনে আসছি। সেই ছবিতে অভিনয় করার সুযোগ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আমি মুগ্ধ। এখনই আমি নজরুলকে নিয়ে আরও বই পড়ছি। জানছি। ওই চরিত্রটি ফুটিয়ে তোলার যারপরনাই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি মনে করি, আমি পারব। তাই তো নজরুলকে নিয়ে এখন আমার ধ্যান শুরু হয়েছে। আমি চিত্রনাট্য লেখা শেষ হলে চিত্রনাট্যকার সৌগত বসুর সঙ্গে কথা বলব। চরিত্রের খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। কিঞ্জল এর আগে “বিনয়-বাদল-দীনেশ” ছবিতে বিনয় বসুর চরিত্রে অভিনয় করেছিলেন।’
কিঞ্জল এ কথাও বলেছেন, ‘ছবির চিত্রনাট্য পড়ে আমি মুগ্ধ হয়েছি। এত বড় চরিত্রে সুযোগ পাওয়া তো ভাগ্যের ব্যাপার! আমি গর্বিত। ছবির চূড়ান্ত নাম এখনো ঠিক হয়নি। তবে আপাতত ঠিক হয়েছে “কাজী নজরুল ইসলাম”।’
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ছবিতে আরও অভিনয় করবেন শেরে বাংলার ফজলুল হকের ভূমিকায় খরাজ মুখোপাধ্যায়, বিরজা সুন্দরী দেবীর ভূমিকায় কাঞ্চনা মৈত্র। বাংলাদেশি অভিনেতা ফজলুর রহমান বাবুকে দেখা যাবে আলি আকবর খানের ভূমিকায়।
ছবিটি প্রযোজনা করছেন জেবি প্রোডাকশন। সংগীত পরিচালনার দায়িত্বে থাকবেন জয় সরকার।
প্রথমবার টালিউডে নির্মিত হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক। ছবিটি পরিচালনা করছেন আবদুল আলিম। আর এতে নজরুলের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা কিঞ্জল নন্দ। সিনেমাটিতে তুলে ধরা হবে নজরুলের জীবনের নানা দিক, থাকবে জানা-অজানা কথা।
সিনেমাটির নাম রাখা হয়েছে ‘কাজী নজরুল ইসলাম’। নজরুলের শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত তুলে ধরা হবে এই ছবিতে। অভিনেতা কিঞ্জল বলেছেন, ‘আসছে শীত মৌসুমে শুরু হবে শুটিং।’
কিঞ্জল আরও বলেছেন, ‘কাজী নজরুলের কথা তো ছোটবেলা থেকে শুনে আসছি। সেই ছবিতে অভিনয় করার সুযোগ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আমি মুগ্ধ। এখনই আমি নজরুলকে নিয়ে আরও বই পড়ছি। জানছি। ওই চরিত্রটি ফুটিয়ে তোলার যারপরনাই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি মনে করি, আমি পারব। তাই তো নজরুলকে নিয়ে এখন আমার ধ্যান শুরু হয়েছে। আমি চিত্রনাট্য লেখা শেষ হলে চিত্রনাট্যকার সৌগত বসুর সঙ্গে কথা বলব। চরিত্রের খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। কিঞ্জল এর আগে “বিনয়-বাদল-দীনেশ” ছবিতে বিনয় বসুর চরিত্রে অভিনয় করেছিলেন।’
কিঞ্জল এ কথাও বলেছেন, ‘ছবির চিত্রনাট্য পড়ে আমি মুগ্ধ হয়েছি। এত বড় চরিত্রে সুযোগ পাওয়া তো ভাগ্যের ব্যাপার! আমি গর্বিত। ছবির চূড়ান্ত নাম এখনো ঠিক হয়নি। তবে আপাতত ঠিক হয়েছে “কাজী নজরুল ইসলাম”।’
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ছবিতে আরও অভিনয় করবেন শেরে বাংলার ফজলুল হকের ভূমিকায় খরাজ মুখোপাধ্যায়, বিরজা সুন্দরী দেবীর ভূমিকায় কাঞ্চনা মৈত্র। বাংলাদেশি অভিনেতা ফজলুর রহমান বাবুকে দেখা যাবে আলি আকবর খানের ভূমিকায়।
ছবিটি প্রযোজনা করছেন জেবি প্রোডাকশন। সংগীত পরিচালনার দায়িত্বে থাকবেন জয় সরকার।
কয়েক বছর ধরেই ভাঙাগড়ার মধ্যে চলছে ব্যান্ড চিরকুট। দুই বছর আগে ব্যান্ড ছাড়েন ইমন চৌধুরী। ইমনের পথ ধরে গত বছর চিরকুট ছেড়েছেন জাহিদ নীরব। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন ড্রামার ও সংগীত প্রযোজক পাভেল আরিন। তবে থেমে নেই চিরকুটের কার্যক্রম। নতুন সদস্য নিয়ে এগিয়ে চলেছেন দলটির প্রধান ও ভোক
৫ ঘণ্টা আগেবাংলা আধুনিক সংগীতের তিনজন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদকে সম্মাননা দিল গীতিকবি সংঘ বাংলাদেশ। গত শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গীতিকবি সংঘ বাংলাদেশ আয়োজিত প্রথম ‘গীতিকবি আড্ডা’ অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
৫ ঘণ্টা আগেট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ,
৫ ঘণ্টা আগেসংস্কৃতি অঙ্গনের সফল সন্তানদের মায়েদের হাতে মা দিবসে তুলে দেওয়া হলো ‘মা পদক ২০২৫’। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে, মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ১০ মে বিকেল ৪টায় রাজধানীর হোটেল রিজেন্সিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ডলি জহুর। উপস্থিত ছিলেন
৬ ঘণ্টা আগে