Ajker Patrika

‘অযোগ্য’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে এক ফ্রেমে টালিউডের পাঁচ তারকা

আপডেট : ২১ জুন ২০২৪, ১৮: ১৮
‘অযোগ্য’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে এক ফ্রেমে টালিউডের পাঁচ তারকা

মুক্তি পেয়েছে, প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ৫০তম সিনেমা ‘অযোগ্য’। কৌশিক গাঙ্গুলি পরিচালিত সিনেমাটি দর্শক থেকে সমালোচক, সবার প্রশংসা কুড়াচ্ছে। গতকাল আয়োজন করা হয়েছিল, সিনেমাটির বিশেষ প্রদর্শনীর। আর সেখানেই বসেছিল টালিউডের চাঁদের হাট। হাজির হয়েছিল যেন পুরো ইন্ডাস্ট্রি। তবে এদিন একসঙ্গে ইন্ডাস্ট্রির পাঁচ নায়কের জোট সবার নজর কেড়েছে। সোশ্যাল মিডিয়াতে ছবিটি প্রকাশ পেতেই রীতিমতো ভাইরাল।

প্রসেনজিৎ ছিলেন সিনেমার শুরুর আগে থেকেই। তারপর সেখানে আসেন দেব। ততক্ষণে সেখানে পৌঁছে গেছেন আরেক নায়ক সোহম চক্রবর্তী। দেব এসে প্রসেনজিৎ আর সোহমকে জড়িয়ে ধরেন। আর এরপর আড্ডায় যোগ দেন জিৎ। জিতের পাশে পাওয়া যায় আবীর চট্টোপাধ্যায়কেও। পুরো সময় সবার খুনসুটি চোখে পড়েছে। তবে ততক্ষণে সিনেমা হলের ভেতরে থাকায় অঙ্কুশকে ফ্রেমে পাওয়া যায়নি।

কয়েক দিন আগে আরও একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় ‘অযোগ্য’ সিনেমার। সেদিন উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পর্দার মায়েরা। ছিলেন মাধবী মুখোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, লিলি চক্রবর্তী, অনামিকা সাহা, লাবণি সরকার। ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার সব রুপালি পর্দার মায়েদের আশীর্বাদ নিয়ে আজ আমি অযোগ্য থেকে যোগ্য।’

নব্বই দশকের মাঝামাঝি প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির সফর শুরু হয়। তাঁদের প্রথম ছবিই ছিল সুপারহিট। এরপর একে একে ‘মায়ার বাঁধন’, ‘বাবা কেন চাকর’, ‘স্বামীর ঘর’, ‘মনের মানুষ’-এর মতো সিনেমার দর্শকদের উপহার দিয়েছেন দুজনে। তবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার মুক্তির পর বহু বছর একসঙ্গে কাজ করেননি ঋতুপর্ণা আর প্রসেনজিৎ।

দেব, প্রসেনজিৎ ও সোহম। ছবি: সংগৃহীত১৫ বছর বিরতির পর ‘প্রাক্তন’-এর মাধ্যমে ব্লকবাস্টার কামব্যাক হয় প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির। এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ অভিনয় করেন তাঁরা। এর মাঝে কেটে গেছে প্রায় ৫ বছর, ২০২৪-এ পর্দায় আবারও ফিরছে এই জুটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত