টম ক্রুজের ভক্তদের জন্য দুঃসংবাদ
চলতি বছরে বড়পর্দায় হাজির হওয়ার কথা থাকলেও সেই সম্ভাবনা বাতিল করেছেন টম ক্রুজ। ভ্যারাইটিতে প্রকাশিত এক প্রতিবেদন বলছে, ফের পিছিয়েছে টম ক্রজের ‘টপ গান: ম্যাভরিক’ এবং ‘মিশন ইম্পসিবল ৭’। কেন মুক্তির তারিখ ঘোষণা করেও ফের পিছালো টম ক্রুজের ছবি? তাও আবার একসঙ্গে দুটি ছবি। তা নিয়েও প্রশ্ন উঠেছে।