Ajker Patrika

৩০ বছর পর কান উৎসবে টম ক্রুজ

৩০ বছর পর কান উৎসবে টম ক্রুজ

১৭ মে থেকে বসেছে কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসর। জমকালো আয়োজনে পালিত হচ্ছে কানের প্ল্যাটিনাম জুবিলি।

উপলক্ষটি উদ্‌যাপন করতে আজ কানসৈকতে হাজির হয়েছিলেন হলিউড তারকা টম ক্রুজ। ফলে ৩০ বছর পর কান উৎসব পেল টম ক্রুজের দেখা।

এদিন টম অভিনীত ‘টপ গান: ম্যাভরিক’ সিনেমার প্রিমিয়ার শো ছিল উৎসবে।

কান চলচ্চিত্র উৎসবে টম ক্রুজ ও জেনিফার কনেলিবিকেলে উৎসবের ফটোকলে সিনেমাটির অভিনেত্রী জেনিফার কনেলিও ছিলেন টম ক্রুজের সঙ্গে।

ফটোগ্রাফারদের ক্যামেরার সামনে বেশ হাস্যোজ্জল চেহারা পোজ দেন তাঁরা।

টম ক্রুজ আসবেন—বুধবার সকাল থেকেই তাই কান উৎসব ঘিরে ছিল অন্যরকম আমেজ।

নীল রঙের কোট আর সানগ্লাসে টম যখন এলেন উৎসবে, বাইরে অপেক্ষারত ভক্তরা ‘টম টম’ বলে চিৎকার করতে থাকেন।

কান চলচ্চিত্র উৎসবে টম ক্রুজসকাল থেকেই প্রিয় অভিনেতার জন্য অপেক্ষায় ছিলেন ভক্তদের অনেকে।

এদিন টম ক্রুজকে বিশেষ ট্রিবিউট দেয় উৎসব কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত