বহুদিন ধরেই গুঞ্জন চলছিল টম ক্রুজ এবং তাঁর ‘মিশন ইম্পসিবল’ ছবির নায়িকাকে ঘিরে। হলিউডের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এক বছর ধরে সম্পর্কে ছিলেন ‘মিশন ইম্পসিবল’ সিরিজের নায়ক এবং তাঁর সহ-অভিনেত্রী হ্যালে অ্যাটওয়েল।
এই অভিনেত্রী অবশ্য সিনেমাপ্রেমীদের কাছে বেশি পরিচিত ‘পেগি কার্টার’ নামে। ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজে ‘ক্যাপ্টেন অ্যামেরিকা’ ছবিতে ‘পেগি কার্টার’ চরিত্রে দারুণ জনপ্রিয় হয়েছিলেন এই হলিউড অভিনেত্রী।
ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ‘মিশন ইম্পসিবল ৭’ ছবির শুটিংয়েই প্রথম আলাপ হয়েছিল টম ও হ্যালের। সেই আলাপ গড়ায় প্রেমে। গত এক বছর চুটিয়ে প্রেম করার পর বিচ্ছেদের রাস্তা বেছে নিয়েছেন এই দুই তারকা। যদিও নিজেদের সম্পর্কের কথা কখনও প্রকাশ্যে জানাননি টম কিংবা হ্যালে।
২০১২ সালে কেটি হোমসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তেমন কোনো নায়িকাকে ঘিরে গুঞ্জন ওঠেনি টমের জীবনে। অন্যদিকে গত বছরেই নিজের তৎকালীন প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন এই হলিউড অভিনেত্রী। টমের ঘনিষ্ঠ এক ব্যক্তির মতে, গত বছর লকডাউনের কঠিন সময়েও এই দুই তারকা আলাদা হননি। সেখানে এই বিচ্ছেদের খবর অনেকটাই বিনা মেঘে বজ্রপাতের মত।
তবে আশার কথা, এই দুই ‘প্রাক্তন’-এর মধ্যকার সম্পর্ক তিক্ত হয়নি। দুজনে চালিয়ে যাচ্ছেন শুটিংয়ের কাজ। শুটিং শেষে ছবি নিয়ে আলোচনা, অল্প বিস্তর ঠাট্টাও নাকি করতে দেখা গেছে তাঁদেরকে!
বহুদিন ধরেই গুঞ্জন চলছিল টম ক্রুজ এবং তাঁর ‘মিশন ইম্পসিবল’ ছবির নায়িকাকে ঘিরে। হলিউডের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এক বছর ধরে সম্পর্কে ছিলেন ‘মিশন ইম্পসিবল’ সিরিজের নায়ক এবং তাঁর সহ-অভিনেত্রী হ্যালে অ্যাটওয়েল।
এই অভিনেত্রী অবশ্য সিনেমাপ্রেমীদের কাছে বেশি পরিচিত ‘পেগি কার্টার’ নামে। ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজে ‘ক্যাপ্টেন অ্যামেরিকা’ ছবিতে ‘পেগি কার্টার’ চরিত্রে দারুণ জনপ্রিয় হয়েছিলেন এই হলিউড অভিনেত্রী।
ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ‘মিশন ইম্পসিবল ৭’ ছবির শুটিংয়েই প্রথম আলাপ হয়েছিল টম ও হ্যালের। সেই আলাপ গড়ায় প্রেমে। গত এক বছর চুটিয়ে প্রেম করার পর বিচ্ছেদের রাস্তা বেছে নিয়েছেন এই দুই তারকা। যদিও নিজেদের সম্পর্কের কথা কখনও প্রকাশ্যে জানাননি টম কিংবা হ্যালে।
২০১২ সালে কেটি হোমসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তেমন কোনো নায়িকাকে ঘিরে গুঞ্জন ওঠেনি টমের জীবনে। অন্যদিকে গত বছরেই নিজের তৎকালীন প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন এই হলিউড অভিনেত্রী। টমের ঘনিষ্ঠ এক ব্যক্তির মতে, গত বছর লকডাউনের কঠিন সময়েও এই দুই তারকা আলাদা হননি। সেখানে এই বিচ্ছেদের খবর অনেকটাই বিনা মেঘে বজ্রপাতের মত।
তবে আশার কথা, এই দুই ‘প্রাক্তন’-এর মধ্যকার সম্পর্ক তিক্ত হয়নি। দুজনে চালিয়ে যাচ্ছেন শুটিংয়ের কাজ। শুটিং শেষে ছবি নিয়ে আলোচনা, অল্প বিস্তর ঠাট্টাও নাকি করতে দেখা গেছে তাঁদেরকে!
বরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
২৫ মিনিট আগেগত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
৩৪ মিনিট আগেখ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১২ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
১২ ঘণ্টা আগে