বহুদিন ধরেই গুঞ্জন চলছিল টম ক্রুজ এবং তাঁর ‘মিশন ইম্পসিবল’ ছবির নায়িকাকে ঘিরে। হলিউডের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এক বছর ধরে সম্পর্কে ছিলেন ‘মিশন ইম্পসিবল’ সিরিজের নায়ক এবং তাঁর সহ-অভিনেত্রী হ্যালে অ্যাটওয়েল।
এই অভিনেত্রী অবশ্য সিনেমাপ্রেমীদের কাছে বেশি পরিচিত ‘পেগি কার্টার’ নামে। ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজে ‘ক্যাপ্টেন অ্যামেরিকা’ ছবিতে ‘পেগি কার্টার’ চরিত্রে দারুণ জনপ্রিয় হয়েছিলেন এই হলিউড অভিনেত্রী।
ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ‘মিশন ইম্পসিবল ৭’ ছবির শুটিংয়েই প্রথম আলাপ হয়েছিল টম ও হ্যালের। সেই আলাপ গড়ায় প্রেমে। গত এক বছর চুটিয়ে প্রেম করার পর বিচ্ছেদের রাস্তা বেছে নিয়েছেন এই দুই তারকা। যদিও নিজেদের সম্পর্কের কথা কখনও প্রকাশ্যে জানাননি টম কিংবা হ্যালে।
২০১২ সালে কেটি হোমসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তেমন কোনো নায়িকাকে ঘিরে গুঞ্জন ওঠেনি টমের জীবনে। অন্যদিকে গত বছরেই নিজের তৎকালীন প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন এই হলিউড অভিনেত্রী। টমের ঘনিষ্ঠ এক ব্যক্তির মতে, গত বছর লকডাউনের কঠিন সময়েও এই দুই তারকা আলাদা হননি। সেখানে এই বিচ্ছেদের খবর অনেকটাই বিনা মেঘে বজ্রপাতের মত।
তবে আশার কথা, এই দুই ‘প্রাক্তন’-এর মধ্যকার সম্পর্ক তিক্ত হয়নি। দুজনে চালিয়ে যাচ্ছেন শুটিংয়ের কাজ। শুটিং শেষে ছবি নিয়ে আলোচনা, অল্প বিস্তর ঠাট্টাও নাকি করতে দেখা গেছে তাঁদেরকে!
বহুদিন ধরেই গুঞ্জন চলছিল টম ক্রুজ এবং তাঁর ‘মিশন ইম্পসিবল’ ছবির নায়িকাকে ঘিরে। হলিউডের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এক বছর ধরে সম্পর্কে ছিলেন ‘মিশন ইম্পসিবল’ সিরিজের নায়ক এবং তাঁর সহ-অভিনেত্রী হ্যালে অ্যাটওয়েল।
এই অভিনেত্রী অবশ্য সিনেমাপ্রেমীদের কাছে বেশি পরিচিত ‘পেগি কার্টার’ নামে। ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজে ‘ক্যাপ্টেন অ্যামেরিকা’ ছবিতে ‘পেগি কার্টার’ চরিত্রে দারুণ জনপ্রিয় হয়েছিলেন এই হলিউড অভিনেত্রী।
ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ‘মিশন ইম্পসিবল ৭’ ছবির শুটিংয়েই প্রথম আলাপ হয়েছিল টম ও হ্যালের। সেই আলাপ গড়ায় প্রেমে। গত এক বছর চুটিয়ে প্রেম করার পর বিচ্ছেদের রাস্তা বেছে নিয়েছেন এই দুই তারকা। যদিও নিজেদের সম্পর্কের কথা কখনও প্রকাশ্যে জানাননি টম কিংবা হ্যালে।
২০১২ সালে কেটি হোমসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তেমন কোনো নায়িকাকে ঘিরে গুঞ্জন ওঠেনি টমের জীবনে। অন্যদিকে গত বছরেই নিজের তৎকালীন প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন এই হলিউড অভিনেত্রী। টমের ঘনিষ্ঠ এক ব্যক্তির মতে, গত বছর লকডাউনের কঠিন সময়েও এই দুই তারকা আলাদা হননি। সেখানে এই বিচ্ছেদের খবর অনেকটাই বিনা মেঘে বজ্রপাতের মত।
তবে আশার কথা, এই দুই ‘প্রাক্তন’-এর মধ্যকার সম্পর্ক তিক্ত হয়নি। দুজনে চালিয়ে যাচ্ছেন শুটিংয়ের কাজ। শুটিং শেষে ছবি নিয়ে আলোচনা, অল্প বিস্তর ঠাট্টাও নাকি করতে দেখা গেছে তাঁদেরকে!
ওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
২৫ মিনিট আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১০ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১০ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
১১ ঘণ্টা আগে