বিনোদন ডেস্ক, ঢাকা
চলতি বছরে বড়পর্দায় হাজির হওয়ার কথা থাকলেও সেই সম্ভাবনা বাতিল করেছেন টম ক্রুজ। ভ্যারাইটিতে প্রকাশিত এক প্রতিবেদন বলছে, ফের পিছিয়েছে টম ক্রজের ‘টপ গান: ম্যাভরিক’ এবং ‘মিশন ইম্পসিবল ৭’। কেন মুক্তির তারিখ ঘোষণা করেও ফের পিছালো টম ক্রুজের ছবি? তাও আবার একসঙ্গে দুটি ছবি। তা নিয়েও প্রশ্ন উঠেছে।
জানা গেছে, এর একমাত্র করোনা। চলতি বছরের ১৯ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল ‘টপ গান: ম্যাভেরিক’-এর। ছবিটি পুরোপুরি মুক্তির জন্য প্রস্তুতও। তা পিছিয়ে করা হয়েছে ২০২২ এর ২৭ মে। আবার আগামী বছর ২৭ মে তে মুক্তি পাওয়ার কথা ছিল টমের ‘মিশন ইম্পসিবল’ সিরিজের ৭ নম্বর ছবির। তা পিছিয়ে আপাতত করা হয়েছে ২০২২ এর ৩০ সেপ্টেম্বর। গত দেড় বছরে এই করোনার কারণে একাধিকবার মুক্তির তারিখ পিছিয়েছে এই দুই ছবির।
প্রযোজক সংস্থা বলছে, ছবির যে বাজেট তা নিয়ে এই সময় মুক্তি দিতে উৎসাহ পাচ্ছে না। তাছাড়া ওটিটি প্লাটফর্মেও ছবিগুলো মুক্তি দেওয়া সম্ভব নয়। কারণ এই পরিমাণ বাজেট দিতে তারা এখনো প্রস্তুত নয়। তাই যত দিন না বিশ্বজুড়ে সব সিনেমা হল খুলছে এবং দর্শকরা ঝাঁকে ঝাঁকে ফের হলমুখী না হচ্ছেন, তার আগে টম ক্রুজের এই দুই ছবি মুক্তি পেলে ভরাডুবির আশঙ্কাই বেশি।
এই দুই ছবির বাজেট আকাশছোঁয়া। তাছাড়া ১৯৮৬ সালের পর ‘টপ গান’ এর সিক্যুয়েলের জন্য দর্শকদের আগ্রহ বেড়েই চলেছে। অন্যদিকে, ‘মিশন ইম্পসিবল' সিরিজকে বলা হয় হলিউডের ইতিহাসের অন্যতম সুপারহিট সিরিজ।
তাই অন্যভাবে দেখলে, যত অপেক্ষা বাড়বে তত হয়ত হলমুখী হওয়া দর্শকের সংখ্যাটা বাড়বে।
চলতি বছরে বড়পর্দায় হাজির হওয়ার কথা থাকলেও সেই সম্ভাবনা বাতিল করেছেন টম ক্রুজ। ভ্যারাইটিতে প্রকাশিত এক প্রতিবেদন বলছে, ফের পিছিয়েছে টম ক্রজের ‘টপ গান: ম্যাভরিক’ এবং ‘মিশন ইম্পসিবল ৭’। কেন মুক্তির তারিখ ঘোষণা করেও ফের পিছালো টম ক্রুজের ছবি? তাও আবার একসঙ্গে দুটি ছবি। তা নিয়েও প্রশ্ন উঠেছে।
জানা গেছে, এর একমাত্র করোনা। চলতি বছরের ১৯ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল ‘টপ গান: ম্যাভেরিক’-এর। ছবিটি পুরোপুরি মুক্তির জন্য প্রস্তুতও। তা পিছিয়ে করা হয়েছে ২০২২ এর ২৭ মে। আবার আগামী বছর ২৭ মে তে মুক্তি পাওয়ার কথা ছিল টমের ‘মিশন ইম্পসিবল’ সিরিজের ৭ নম্বর ছবির। তা পিছিয়ে আপাতত করা হয়েছে ২০২২ এর ৩০ সেপ্টেম্বর। গত দেড় বছরে এই করোনার কারণে একাধিকবার মুক্তির তারিখ পিছিয়েছে এই দুই ছবির।
প্রযোজক সংস্থা বলছে, ছবির যে বাজেট তা নিয়ে এই সময় মুক্তি দিতে উৎসাহ পাচ্ছে না। তাছাড়া ওটিটি প্লাটফর্মেও ছবিগুলো মুক্তি দেওয়া সম্ভব নয়। কারণ এই পরিমাণ বাজেট দিতে তারা এখনো প্রস্তুত নয়। তাই যত দিন না বিশ্বজুড়ে সব সিনেমা হল খুলছে এবং দর্শকরা ঝাঁকে ঝাঁকে ফের হলমুখী না হচ্ছেন, তার আগে টম ক্রুজের এই দুই ছবি মুক্তি পেলে ভরাডুবির আশঙ্কাই বেশি।
এই দুই ছবির বাজেট আকাশছোঁয়া। তাছাড়া ১৯৮৬ সালের পর ‘টপ গান’ এর সিক্যুয়েলের জন্য দর্শকদের আগ্রহ বেড়েই চলেছে। অন্যদিকে, ‘মিশন ইম্পসিবল' সিরিজকে বলা হয় হলিউডের ইতিহাসের অন্যতম সুপারহিট সিরিজ।
তাই অন্যভাবে দেখলে, যত অপেক্ষা বাড়বে তত হয়ত হলমুখী হওয়া দর্শকের সংখ্যাটা বাড়বে।
৩০০ পর্ব পূর্ণ করছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। আজ রাত ৯টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচার হবে ধারাবাহিকটির বিশেষ এই পর্ব। নাটকের গল্পে দেখা যাচ্ছে, ৫ কোটি টাকার দেনা শোধ করতে না পারলে ভালোবাসার মানুষ, সংসার ও বাবার সম্মান হারাতে হবে পারমিতাকে।
১ সেকেন্ড আগেপ্রায় দেড় যুগ পর আসছে আমির খানের ‘তারে জমিন পার’ সিনেমার সিকুয়েল ‘সিতারে জমিন পার’। গতকাল মঙ্গলবার প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার। বিশেষ চাহিদাসম্পন্ন একদল মানুষ কীভাবে রূঢ় স্বভাবের বাস্কেটবল কোচকে ভালো মানুষ হতে শেখায়, সেটাই দেখা যাবে সিনেমায়। তবে ট্রেলার প্রকাশের পর সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে...
১১ ঘণ্টা আগেশাশ্বত চট্টোপাধ্যায় এখন শুধু বাংলার নন, বলিউডেও তাঁর ব্যস্ততা বেড়েছে। তবু বাংলাদেশের সিরিজে অভিনয়ের প্রস্তাব পেতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। বাংলাদেশে আসতে পারবেন, এটাই ছিল তাঁর প্রধান আগ্রহের বিষয়। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় ‘গুলমোহর’ সিরিজের শুটিং করতে গত বছর ঢাকায় এসেছিলেন শাশ্বত।
১ দিন আগেবিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।
১ দিন আগে