ছবিতে দেখুন জয়া আহসানের ‘সতেজ বিরতি’
সিনেমা, শুটিং, ফটোশুট, প্রমোশন—কতক্ষণ আর ভালো লাগে! কিছুটা অবসর তো দরকার হয়। একটু নির্জনে বসে, নিজের মতো করে কাটাবার, ভাববার অবসর। জয়া আহসান তাই পরিবারকে নিয়ে একটা দিন কাটিয়ে এলেন জলের কাছে, গাছের কাছে, মাছের কাছে।