Ajker Patrika

জয়া আহসান যখন সঞ্চালক

আপডেট : ২৮ জুলাই ২০২২, ১০: ৩৭
জয়া আহসান যখন সঞ্চালক

শুক্রবার মুক্তি পাচ্ছে পরিচালক মেজবাউর রহমান সুমনের প্রথম সিনেমা ‘হাওয়া’। অভিনয় না করলেও এ সিনেমার সঙ্গে যুক্ত আছেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমাটির সঙ্গে নিজের সংশ্লিষ্টতা জানাতে মাছরাঙা টিভিতে সঞ্চালক হিসেবে হাজির হচ্ছেন জয়া। ‘হাওয়া আড্ডা’ নামে বিশেষ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন জয়া আহসান। আর এই আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর উপস্থাপনায় দেখা যাবে তাঁকে।

এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘উপস্থাপনা বা সঞ্চালনা নয়, যেহেতু আমি এ সিনেমার সবাইকে চিনি-জানি, সেই জায়গা থেকে ক্যামেরার সামনে আড্ডা দিয়েছি।’

‘হাওয়া আড্ডা’ অনুষ্ঠানে জয়া আহসানের সঙ্গে অংশ নিয়েছেন পরিচালক সুমন, অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাজিফা তুষি, চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু, সংগীত পরিচালক ইমন চৌধুরী, আবহ সংগীত পরিচালক রাশিদ শরীফ শোয়েব ও ‘সাদা সাদা কালা কালা’ গানের গায়ক আরফান মৃধা শিবলু।

জয়া আহসানকে নিয়ে একাধিক টিভি নাটক নির্মাণ করেছেন সুমন। এর মধ্যে উল্লেখযোগ্য ‘তারপরও আঙুরলতা নন্দকে ভালোবাসে’, ‘ফেরার পথ নেই থাকে না কোনো কালে’, ‘শহরতলীর আলো’, ‘তারপর পারুলের দিন’, ‘সাদা জামা স্মিতা এই সব’, ‘জ্যোৎস্না রশিদ’, ‘মিথ্যা তুমি দশ পিঁপড়া’ ইত্যাদি।

‘হাওয়া আড্ডা’ অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে। প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত