আমতলীতে ‘ভোট না দেওয়ায়’ প্রকৃত জেলেদের চাল না দেওয়ার অভিযোগ
একই পরিবারের একাধিক মানুষ চাল পেয়েছেন কিন্তু প্রকৃত পক্ষে তারা ইলিশ জেলে নয়। ইব্রাহিম ও জসিম নামের দুই ভাই ফেনিতে থাকেন, তাঁরাও চাল পেয়েছেন। হাসান নামের এক লোক তিনি কৃষক, ইলিশ শিকারি জেলে নয় কিন্তু তিনিও চাল পেয়েছেন...