Ajker Patrika

সুন্দরবনে বাঘের আক্রমণে জেলে আহত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৩: ৪১
সুন্দরবনে বাঘের আক্রমণে জেলে আহত

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে ওয়াজেদ আলী (৪৭) নামের এক জেলে আহত হয়েছেন। 

আজ বুধবার সকালে লোকালয়ে ফিরে আসার পর থেকে রমজাননগরের এক চিকিৎসকের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। 

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে সুন্দরবনের কাছিকাটা দাইরগাং এলাকায় কাঁকড়া শিকারের সময় তিনি বাঘের কবলে পড়েন। 

ওয়াজেদ আলী শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী গ্রামের মৃত আব্দুল জব্বার গাজীর ছেলে। 

আহত জেলের ভাই লিয়াকত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দুই ভাই চার দিন আগে কৈখালী স্টেশন থেকে অনুমতি (পাস) নিয়ে সুন্দরবনে যাই। মঙ্গলবার বিকেলে নৌকায় বসে কাঁকড়া শিকারের জন্য পেতে রাখা আটল ওঠানোর সময় পেছন থেকে একটি বাঘ ভাইকে আক্রমণ করে।’ 

লিয়াকত হোসেন আরও বলেন, ‘পাশে থাকা গরানের লাঠি দিয়ে আঘাত করলে বাঘ ভাইকে ছেড়ে দিয়ে বনের মধ্যে চলে যায়। পরে সারা রাত নৌকা বেয়ে আজ সকালে লোকালয়ে আসি।’ 

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘এক বনজীবী বাঘের আক্রমণে আহত হওয়ার খবর জেনেছি। তাঁদের বনে প্রবেশের অনুমতি ছিল কি না, খতিয়ে দেখার পর আর্থিক সুবিধার বিষয়টি নিশ্চিত করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

সাতকানিয়ায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে মারধর, নিহত ২

ইউএনওর সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত