ভবনের চাল-দরজা উধাও, জায়গা বেহাত
তিন দশক ধরে পরিত্যক্ত আছে রাঙামাটির জুরাছড়ি উপজেলার কৃষি বিভাগের সেমিপাকা ভবনগুলো। সংস্কার না করায় ফাটল ধরেছে দেয়ালগুলোয়। চুরি হয়ে গেছে টিন ও লোহার কাঠামো। এদিকে বেদখল হয়ে যাচ্ছে ভবনগুলোর চারপাশের জায়গা। কৃষি বিভাগ বলছে, ওই স্থানে নতুন ভবন নির্মাণের আবেদন করা হয়েছে।