জুরাছড়িতে জলেভাসা জমিতে বোরো চাষ
রাঙামাটির জুরাছড়ি উপজেলায় কাপ্তাই হ্রদে পানি কমতে শুরু করেছে। জলেভাসা জমিগুলো জেগে উঠছে। এই জমিতে বোরো চাষাবাদের প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা। কয়েকটি জায়গায় ধান বপন করা হয়েছে, অনেকে এখন বীজ তলা তৈরি করছেন। এ বছর বোরো মৌসুমে ২৪০ হেক্টর জমিতে চাষাবাদ আশা করছে কৃষি বিভাগ।