Ajker Patrika

রাঙামাটির স্থগিত মৈদং ও দুমদুম ইউনিয়নের ভোট ৩১ মার্চ

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৫: ৫৪
রাঙামাটির স্থগিত মৈদং ও দুমদুম ইউনিয়নের ভোট ৩১ মার্চ

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় নির্বাচন কমিশনের স্থগিত করা মৈদং ও দুমদুম ইউনিয়নের ১৮টি কেন্দ্রের ভোট আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং মৈদং ও দুমদুম ইউনিয়ন পরিষদের নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মো. বেলাল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা মো. বেলাল মেহেদী জানান, সপ্তম ধাপের জুরাছড়ি উপজেলার চারটি (জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম) ইউনিয়নের ৩৬টি কেন্দ্রে ভোট গ্রহণের কথা ছিল। কিন্তু ৩ ফেব্রুয়ারি নির্বাচন পরিচালনা-২ উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে রাঙামাটি পার্বত্য জেলার জুরাছড়ি উপজেলার মৈদং ও দুমদুম ইউনিয়নের ১৮টি ভোটকেন্দ্রের নির্বাচন স্থগিত করার আদেশ প্রদান করেন।

স্থগিত মৈদং ইউনিয়নে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়নপ্রার্থী বিরঙ্গলাল চাকমা, অন্যজন স্বতন্ত্র প্রার্থী সম্রাট চাকমা। দুমদুম ইউনিয়নে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজিয়া চাকমা ও কল্যাণময় চাকমা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত