প্রতিনিধি, জুরাছড়ি (রাঙামাটি)
রাঙামাটির জুরাছড়ি উপজেলার কৃষি বিভাগের ভবনগুলো ২৮ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এ দীর্ঘ সময়ের ভেতরে একবারও সংস্কার করা হয়নি। নেওয়া হয়নি পুনর্নির্মাণের উদ্যোগ। এ সুযোগে পরিত্যক্ত ভবনগুলোর চারপাশের জায়গাগুলো বেদখল হয়ে গেছে। ভবনগুলোর টিন, লোহা, গ্রিল ও মূল্যবান জিনিস কোনটি আর নেই। ইট গাঁথুনির ফাটল ধরা দেয়ালগুলো ঠাঁই দাঁড়িয়ে আছে।
উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, ১৯৮০ সালে কৃষি সম্প্রসারণ অফিস স্থাপন করা হয়। ইট ও টিনের তৈরি সেমি পাকা এ ঘরগুলোতে বসতো উপজেলার বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তারা। রাখা হতো কৃষি সরঞ্জাম এবং সার। একই সময়ে বনযোগীছড়া ইউনিয়নের এরাইছড়ি মৌজাই (বর্তমানে লেবারপাড়া) তিনটি একই নকশায় ঘর নির্মাণ করা হয়। পরে ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ওই ঘরগুলোর টিন ও বিভিন্ন অংশ ধসে গেলে তা আর সংস্কার করা হয়নি। এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ফলে বর্তমানে ভবনগুলোর চারপাশে গড়ে উঠেছে দোকান-পাট। লেবারপাড়ার ভবনগুলোও একই অবস্থা।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুম্মিতা চাকমা বলেন, পরিত্যক্ত ভবনগুলোর জায়গায় নতুন ভবন নির্মাণ করতে কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। নতুন ভবন তৈরি করা হলে উপসহকারী কৃষি কর্মকর্তাদের আবাসন নিশ্চিত হবে। পাশাপাশি সরকারি জায়গাগুলো সুরক্ষিত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ বলেন, কৃষি বিভাগের জায়গায় কিংবা ভবনে স্থাপনা সম্পূর্ণ বেআইনি। কৃষি বিভাগ থেকে নতুন ভবন শুরু করলে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য পদক্ষেপ নেওয়া হবে।
রাঙামাটির জুরাছড়ি উপজেলার কৃষি বিভাগের ভবনগুলো ২৮ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এ দীর্ঘ সময়ের ভেতরে একবারও সংস্কার করা হয়নি। নেওয়া হয়নি পুনর্নির্মাণের উদ্যোগ। এ সুযোগে পরিত্যক্ত ভবনগুলোর চারপাশের জায়গাগুলো বেদখল হয়ে গেছে। ভবনগুলোর টিন, লোহা, গ্রিল ও মূল্যবান জিনিস কোনটি আর নেই। ইট গাঁথুনির ফাটল ধরা দেয়ালগুলো ঠাঁই দাঁড়িয়ে আছে।
উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, ১৯৮০ সালে কৃষি সম্প্রসারণ অফিস স্থাপন করা হয়। ইট ও টিনের তৈরি সেমি পাকা এ ঘরগুলোতে বসতো উপজেলার বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তারা। রাখা হতো কৃষি সরঞ্জাম এবং সার। একই সময়ে বনযোগীছড়া ইউনিয়নের এরাইছড়ি মৌজাই (বর্তমানে লেবারপাড়া) তিনটি একই নকশায় ঘর নির্মাণ করা হয়। পরে ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ওই ঘরগুলোর টিন ও বিভিন্ন অংশ ধসে গেলে তা আর সংস্কার করা হয়নি। এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ফলে বর্তমানে ভবনগুলোর চারপাশে গড়ে উঠেছে দোকান-পাট। লেবারপাড়ার ভবনগুলোও একই অবস্থা।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুম্মিতা চাকমা বলেন, পরিত্যক্ত ভবনগুলোর জায়গায় নতুন ভবন নির্মাণ করতে কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। নতুন ভবন তৈরি করা হলে উপসহকারী কৃষি কর্মকর্তাদের আবাসন নিশ্চিত হবে। পাশাপাশি সরকারি জায়গাগুলো সুরক্ষিত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ বলেন, কৃষি বিভাগের জায়গায় কিংবা ভবনে স্থাপনা সম্পূর্ণ বেআইনি। কৃষি বিভাগ থেকে নতুন ভবন শুরু করলে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য পদক্ষেপ নেওয়া হবে।
ঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
১৪ মিনিট আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
২০ মিনিট আগেবাবার কপালে চুমু দিয়ে স্কুলে গিয়েছিল সারিয়া আক্তার। আর মাকে সালাম করে বিদায় নিয়েছিল জুনায়েত হাসান। হাসিমুখে স্কুলে যাওয়া এই দুই শিশু দিনশেষে ঘরে ফেরে লাশ হয়ে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘সেকশন ক্লাউডের’ শিক্ষার্থী ছিল তারা। বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণিতে পড়ত এই দুই ভ
২৩ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের পথশিশুরা ‘ড্যান্ডির’ (ড্যানড্রাইট অ্যাডহেসিভ তথা ড্যানড্রাইট নামের আঠা; যা মাদকসেবীদের কাছে ড্যান্ডি নামে পরিচিত) নেশায় আসক্ত হয়ে পড়ছে। নেশার টাকার জোগান দিতে অনেকে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বলেও জানা যায়।
৪০ মিনিট আগে