সুমন্ত চাকমা, জুরাছড়ি (রাঙামাটি)
রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের পাংখোয়া জনগোষ্ঠীসহ আড়াই হাজারের বেশি মানুষ এখনো করোনার টিকা পাননি। দুর্গম এলাকা ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় ইউনিয়নের তিনটি ওয়ার্ডের বাসিন্দারা টিকা থেকে বঞ্চিত হচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ ও দুমদুম্যা ইউপি সূত্রে জানা গেছে, ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে করইদিয়া, দুলুছড়ি, ছোট করইদিয়া, শেমাইতুলী, নাশতলী, ভুয়াতুলী পাড়া, বুলংতুলী, লাতোয়ান পাড়া, বালুছড়াসহ ১২টি গ্রাম আছে। এ ছাড়া ৫ নম্বর ওয়ার্ডে আনন্দ পাড়া, কালামনছড়া ৬টি গ্রাম এবং ৬ নম্বর ওয়ার্ডের আদেয় হাবছড়া, হজতুলীসহ ৬টি গ্রাম আছে। এ সব এলাকায় পাংখোয়াসহ আড়াই হাজারের বেশি মানুষ আছেন।
এ সব গ্রামে নৌ পথ ও সড়ক যোগাযোগ নেই। পাহাড়ি রাস্তায় হেঁটে এ সব গ্রামে পৌঁছাতে অন্তত ৩ দিন লেগে যায়। তিন দিন সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করে সেখানে টিকা প্রদান করা সম্ভব হচ্ছে না। দুমদুম্যা মৌজার প্রবীণ হেডম্যান সমূর পাংখোয়া (৭০) বলেন, ‘আমরা বয়োবৃদ্ধ হয়েছি। সরকার বগাখালিতে টিকা প্রদান করলে অনেক উপকার হবে।’
বগাখালি গ্রামের কার্বারি লংগ তঞ্চঙ্গ্যা (৬৮) বলেন, ‘সরকার সারা দেশে করোনার টিকা দিচ্ছে। অথচ আমরা এখনো পাইনি।’
দুমদুম্যা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমা বলেন, ‘এসব গ্রামের বাসিন্দাদের করোনার টিকা দেওয়ার জন্য উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে বারবার যোগাযোগ করা হচ্ছে।’
উপজেলা ভাইস চেয়ারম্যান রিটন চাকমা দুমদুম্যা ইউনিয়নে করোনার টিকা কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতার অনুরোধ জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনন্যা চাকমা জানান, ‘স্বাস্থ্য কর্মীরা টিকা দিতে প্রস্তুত আছেন। ভ্যাকসিনের তাপমাত্রা সঠিক না থাকায় দুমদুম্যা ইউনিয়নের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের টিকা কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। বিষয়টি ইতিমধ্যে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিতেন্দ্র কুমার নাথ বলেন, ‘দুমদুম্যা ইউনিয়নে টিকা কার্যক্রম পরিচালনা জন্য হেলিকপ্টার সাপোর্ট পাওয়ার জন্য গেল গত ২১ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।’
রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের পাংখোয়া জনগোষ্ঠীসহ আড়াই হাজারের বেশি মানুষ এখনো করোনার টিকা পাননি। দুর্গম এলাকা ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় ইউনিয়নের তিনটি ওয়ার্ডের বাসিন্দারা টিকা থেকে বঞ্চিত হচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ ও দুমদুম্যা ইউপি সূত্রে জানা গেছে, ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে করইদিয়া, দুলুছড়ি, ছোট করইদিয়া, শেমাইতুলী, নাশতলী, ভুয়াতুলী পাড়া, বুলংতুলী, লাতোয়ান পাড়া, বালুছড়াসহ ১২টি গ্রাম আছে। এ ছাড়া ৫ নম্বর ওয়ার্ডে আনন্দ পাড়া, কালামনছড়া ৬টি গ্রাম এবং ৬ নম্বর ওয়ার্ডের আদেয় হাবছড়া, হজতুলীসহ ৬টি গ্রাম আছে। এ সব এলাকায় পাংখোয়াসহ আড়াই হাজারের বেশি মানুষ আছেন।
এ সব গ্রামে নৌ পথ ও সড়ক যোগাযোগ নেই। পাহাড়ি রাস্তায় হেঁটে এ সব গ্রামে পৌঁছাতে অন্তত ৩ দিন লেগে যায়। তিন দিন সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করে সেখানে টিকা প্রদান করা সম্ভব হচ্ছে না। দুমদুম্যা মৌজার প্রবীণ হেডম্যান সমূর পাংখোয়া (৭০) বলেন, ‘আমরা বয়োবৃদ্ধ হয়েছি। সরকার বগাখালিতে টিকা প্রদান করলে অনেক উপকার হবে।’
বগাখালি গ্রামের কার্বারি লংগ তঞ্চঙ্গ্যা (৬৮) বলেন, ‘সরকার সারা দেশে করোনার টিকা দিচ্ছে। অথচ আমরা এখনো পাইনি।’
দুমদুম্যা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমা বলেন, ‘এসব গ্রামের বাসিন্দাদের করোনার টিকা দেওয়ার জন্য উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে বারবার যোগাযোগ করা হচ্ছে।’
উপজেলা ভাইস চেয়ারম্যান রিটন চাকমা দুমদুম্যা ইউনিয়নে করোনার টিকা কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতার অনুরোধ জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনন্যা চাকমা জানান, ‘স্বাস্থ্য কর্মীরা টিকা দিতে প্রস্তুত আছেন। ভ্যাকসিনের তাপমাত্রা সঠিক না থাকায় দুমদুম্যা ইউনিয়নের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের টিকা কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। বিষয়টি ইতিমধ্যে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিতেন্দ্র কুমার নাথ বলেন, ‘দুমদুম্যা ইউনিয়নে টিকা কার্যক্রম পরিচালনা জন্য হেলিকপ্টার সাপোর্ট পাওয়ার জন্য গেল গত ২১ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪