মুশফিকদের জন্য ‘জুটি’ বাঁধলেন হেরাথ–রাজ্জাক
রঙ্গনা হেরাথ আর আবদুর রাজ্জাক। শ্রীলঙ্কা ও বাংলাদেশের দুই বাঁহাতি স্পিনার একসঙ্গে একই মাঠে খেলেছেন আগেও। তবে তখন দুজন ছিলেন প্রতিপক্ষ। এবার দুজন জুটি বাঁধলেন, এক সঙ্গে করলেন বোলিং। খেলা ছাড়ার পর বহুদিন পর কাল দুজনই হাতে তুলে নিলেন বল। হারারেতে বাংলাদেশ দলের অনুশীলনে দুই কিংবদন্তি স্পিনার বোলিং করলেন