নিজস্ব প্রতিবেদক
ঢাকা: মঙ্গলবার ভোর ৪টা ৩৫ থেকে রাত ১টা ২০। প্রায় ২১ ঘণ্টার ক্লান্তিকর ভ্রমণ শেষে জিম্বাবুয়ের হারারেতে পৌঁছেছেন মুমিনুল হকেরা। তবে ভ্রমণের আগে ভিসা-সংক্রান্ত কারিগরি জটিলতা তৈরি হওয়ায় ওপেনার সাদমান ইসলাম দলের সঙ্গে রওনা হতে পারেননি। তিনি রওনা দিয়েছেন কাল। আজই তাঁর হারারেতে পৌঁছার কথা। যুক্তরাষ্ট্রে থেকে রওনা দেওয়া সাকিব আল হাসানও হারারেতে পৌঁছাবেন আজ।
প্রায় আট বছর পর বাংলাদেশ দল পূর্ণাঙ্গ সফরে আফ্রিকার দেশটিতে গেল। তবে এবার তিন ভাগে জিম্বাবুয়েতে যাচ্ছে বাংলাদেশ। কাল ভোরে টেস্ট দলের ১৭ সদস্যের মধ্যে সাকিব ও সাদমান ছাড়া বাকিরা রওনা দেন। ওয়ানডে ও টি–টোয়েন্টি দলও যাবে ভাগে ভাগে।
বাংলাদেশ দলের জিম্বাবুয়েতে পৌঁছার খবরটি নিশ্চিত করেছে বিসিবি। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, ঢাকা থেকে কাতারের দোহা হয়ে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছেছে বাংলাদেশ দল। সেখান থেকে জিম্বাবুয়ের হারারেতে পা রেখেছেন মুমিনুল হকরা।
জিম্বাবুয়ে যাওয়ার পথেই প্রধান কোচ ও নতুন দুই পরামর্শক দলের সফরসঙ্গী হয়েছেন। স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথ দোহায় তামিমদের সঙ্গে যোগ দিয়েছেন। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স নিজেদের দেশ দক্ষিণ আফ্রিকা (জোহানেসবার্গ) থেকে জাতীয় দলের সফরসঙ্গী হয়েছেন।
দীর্ঘ ভ্রমণের ক্লান্তিতে আজ বিশ্রাম নেবেন মুমিনুল–তামিমরা। কাল থেকে নেমে পড়বেন অনুশীলনে। সফরের একমাত্র টেস্ট শুরু ৭ জুলাই, হারারেতে।
ঢাকা: মঙ্গলবার ভোর ৪টা ৩৫ থেকে রাত ১টা ২০। প্রায় ২১ ঘণ্টার ক্লান্তিকর ভ্রমণ শেষে জিম্বাবুয়ের হারারেতে পৌঁছেছেন মুমিনুল হকেরা। তবে ভ্রমণের আগে ভিসা-সংক্রান্ত কারিগরি জটিলতা তৈরি হওয়ায় ওপেনার সাদমান ইসলাম দলের সঙ্গে রওনা হতে পারেননি। তিনি রওনা দিয়েছেন কাল। আজই তাঁর হারারেতে পৌঁছার কথা। যুক্তরাষ্ট্রে থেকে রওনা দেওয়া সাকিব আল হাসানও হারারেতে পৌঁছাবেন আজ।
প্রায় আট বছর পর বাংলাদেশ দল পূর্ণাঙ্গ সফরে আফ্রিকার দেশটিতে গেল। তবে এবার তিন ভাগে জিম্বাবুয়েতে যাচ্ছে বাংলাদেশ। কাল ভোরে টেস্ট দলের ১৭ সদস্যের মধ্যে সাকিব ও সাদমান ছাড়া বাকিরা রওনা দেন। ওয়ানডে ও টি–টোয়েন্টি দলও যাবে ভাগে ভাগে।
বাংলাদেশ দলের জিম্বাবুয়েতে পৌঁছার খবরটি নিশ্চিত করেছে বিসিবি। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, ঢাকা থেকে কাতারের দোহা হয়ে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছেছে বাংলাদেশ দল। সেখান থেকে জিম্বাবুয়ের হারারেতে পা রেখেছেন মুমিনুল হকরা।
জিম্বাবুয়ে যাওয়ার পথেই প্রধান কোচ ও নতুন দুই পরামর্শক দলের সফরসঙ্গী হয়েছেন। স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথ দোহায় তামিমদের সঙ্গে যোগ দিয়েছেন। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স নিজেদের দেশ দক্ষিণ আফ্রিকা (জোহানেসবার্গ) থেকে জাতীয় দলের সফরসঙ্গী হয়েছেন।
দীর্ঘ ভ্রমণের ক্লান্তিতে আজ বিশ্রাম নেবেন মুমিনুল–তামিমরা। কাল থেকে নেমে পড়বেন অনুশীলনে। সফরের একমাত্র টেস্ট শুরু ৭ জুলাই, হারারেতে।
সিলেটে গতকাল শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা ছিল জিম্বাবুয়ের। বাংলাদেশ যেখানে রানের জন্য হাঁসফাঁস করেছে, যেভাবে উইকেট বিলিয়ে দিয়েছেন, জিম্বাবুয়ে ব্যাটিং করেছে স্বচ্ছন্দে। সফরকারীরা ব্যাটিং করেছে ওয়ানডে মেজাজে। অবশেষে সেই জুটি ভাঙল দ্বিতীয় দিনের সকালে।
৬ মিনিট আগেদ্বিতীয় মেয়াদে ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের প্রধান কোচ হয়ে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে দুই বছরের চুক্তিতে এলেও সেটা পূর্ণ হওয়ার আগেই তাঁকে চাকরিচ্যুত করা হয়। ছয় মাস আগের সেই ঘটনা নিয়ে হাথুরু এবার যা বললেন, তা পিলে চমকে দেওয়ার মতো।
১ ঘণ্টা আগেবাংলাদেশ থেকে চন্ডিকা হাথুরুসিংহের অধ্যায় শেষ হয়েছে ছয় মাসেরও বেশি সময় আগে। তাঁর জায়গায় বাংলাদেশের প্রধান কোচের চেয়ারে বসেছেন ফিল সিমন্স। বাংলাদেশ দল যখন ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ খেলতে ব্যস্ত, তখনই বোমা ফাটালেন হাথুরুসিংহে।
২ ঘণ্টা আগেআইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
১২ ঘণ্টা আগে