Ajker Patrika

জিম্বাবুয়েতে পৌঁছেছে বাংলাদেশ, একটু দেরি সাকিব–সাদমানের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ৩০ জুন ২০২১, ২০: ৫৬
জিম্বাবুয়েতে পৌঁছেছে বাংলাদেশ, একটু দেরি সাকিব–সাদমানের

ঢাকা: মঙ্গলবার ভোর ৪টা ৩৫ থেকে রাত ১টা ২০। প্রায় ২১ ঘণ্টার ক্লান্তিকর ভ্রমণ শেষে জিম্বাবুয়ের হারারেতে পৌঁছেছেন মুমিনুল হকেরা। তবে ভ্রমণের আগে ভিসা-সংক্রান্ত কারিগরি জটিলতা তৈরি হওয়ায় ওপেনার সাদমান ইসলাম দলের সঙ্গে রওনা হতে পারেননি। তিনি রওনা দিয়েছেন কাল। আজই তাঁর হারারেতে পৌঁছার কথা। যুক্তরাষ্ট্রে থেকে রওনা দেওয়া সাকিব আল হাসানও হারারেতে পৌঁছাবেন আজ। 

প্রায় আট বছর পর বাংলাদেশ দল পূর্ণাঙ্গ সফরে আফ্রিকার দেশটিতে গেল। তবে এবার তিন ভাগে জিম্বাবুয়েতে যাচ্ছে বাংলাদেশ। কাল ভোরে টেস্ট দলের ১৭ সদস্যের মধ্যে সাকিব ও সাদমান ছাড়া বাকিরা রওনা দেন। ওয়ানডে ও টি–টোয়েন্টি দলও যাবে ভাগে ভাগে। 

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সারার অপেক্ষায় মাহমুদউল্লাহ-তাসকিনরাবাংলাদেশ দলের জিম্বাবুয়েতে পৌঁছার খবরটি নিশ্চিত করেছে বিসিবি। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, ঢাকা থেকে কাতারের দোহা হয়ে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছেছে বাংলাদেশ দল। সেখান থেকে জিম্বাবুয়ের হারারেতে পা রেখেছেন মুমিনুল হকরা। 

জিম্বাবুয়ে যাওয়ার পথেই প্রধান কোচ ও নতুন দুই পরামর্শক দলের সফরসঙ্গী হয়েছেন। স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথ দোহায় তামিমদের সঙ্গে যোগ দিয়েছেন। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স নিজেদের দেশ দক্ষিণ আফ্রিকা (জোহানেসবার্গ) থেকে জাতীয় দলের সফরসঙ্গী হয়েছেন। 

দীর্ঘ ভ্রমণের ক্লান্তিতে আজ বিশ্রাম নেবেন মুমিনুল–তামিমরা। কাল থেকে নেমে পড়বেন অনুশীলনে। সফরের একমাত্র টেস্ট শুরু ৭ জুলাই, হারারেতে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত