Ajker Patrika

সাকিবদের প্রস্তুতিটা ভালোই হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাকিবদের প্রস্তুতিটা ভালোই হচ্ছে

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে একমাত্র দুই দিনের প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের প্রস্তুতিটা ভালোই হচ্ছে। লম্বা বিরতির পর সাদা পোশাকে খেলতে নেমে সাকিব আল হাসানের প্রস্তুতিটা বেশি ভালো হয়েছে। আজ হারারেতে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে পেয়েছেন ফিফটি।

সাকিবের সঙ্গে সাইফ হাসান, নাজমুল হাসান শান্তদের ব্যাটিং অনুশীলনটাও ভালোই হয়েছে। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই প্রস্তুতি ম্যাচে খেলছেন না তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। ২ উইকেটে ৩১৩ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ।

হারারের তাকাশিংহা স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। দলীয় ১৬ রানে সাদমান ইসলাম আউট কোনো রান না করেই। ৪৩ মিনিট উইকেটে থেকে ৩০ বল খেলেও রান করতে পারেননি সাদমান। দ্বিতীয় উইকেট জুটিতে সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত পুরো সেশন পার করে দিয়েছেন। সাইফের ফিফটিতে ১ উইকেটে ৯৩ রান করে বাংলাদেশ।

সাকিব–লিটনদের ব্যাটিং নৈপুণ্যে প্রথম দিনটা ভালোই কেটেছে বাংলাদেশেরমধ্যাহ্ন বিরতির পর ৬৫ রান করা সাইফ সতীর্থদের ব্যাটিং করার সুযোগ করে দিতে স্বেচ্ছায় অবসরে যান। শান্তর সঙ্গে যোগ দেন অধিনায়ক মুমিনুল হক। এরপর ফিফটি তুলে নেন শান্তও। ৫২ রান করে বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানও স্বেচ্ছায় অবসরে যান। ১ উইকেট ১৯৪ রানে নিয়ে সাকিব আর মুমিনুল দ্বিতীয় সেশন শেষ করেন।

চা বিরতির পরই ২৯ রান করে আউট হন মুমিনুল । সাকিব আর লিটন দাস দলের স্কোর আরও বড় করার লক্ষ্যে এগিয়ে যান। সাকিব একটু বেশি আক্রমণাত্মক ছিলেন। ৪৯ বলে ফিফটি তুলে নিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। ৫৬ বলে ৭৪ রান করে সাকিবও স্বেচ্ছায় অবসরে গেছেন। লিটনও (৩৭) স্বেচ্ছায় অবসরে গেছেন। মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ দিনের বাকিটা সময় ভালোভাবেই কাটিয়ে দেন। মাহমুদউল্লাহ ৪০ ও মিরাজ উইকেটে আছে ৫ রানে।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৯০ ওভারে ৩১৩/২ (সাকিব ৭৪, সাইফ ৬৫, শান্ত ৫২, মাহমুদউল্লাহ ৪০ *, মুমিনুল ২৯, লিটন ৩৭, মিরাজ ৫ *; জঙ্গুয়ে ২৩ / ১, ব্রাইটন ৩৪ /১)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত