নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে একমাত্র দুই দিনের প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের প্রস্তুতিটা ভালোই হচ্ছে। লম্বা বিরতির পর সাদা পোশাকে খেলতে নেমে সাকিব আল হাসানের প্রস্তুতিটা বেশি ভালো হয়েছে। আজ হারারেতে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে পেয়েছেন ফিফটি।
সাকিবের সঙ্গে সাইফ হাসান, নাজমুল হাসান শান্তদের ব্যাটিং অনুশীলনটাও ভালোই হয়েছে। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই প্রস্তুতি ম্যাচে খেলছেন না তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। ২ উইকেটে ৩১৩ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ।
হারারের তাকাশিংহা স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। দলীয় ১৬ রানে সাদমান ইসলাম আউট কোনো রান না করেই। ৪৩ মিনিট উইকেটে থেকে ৩০ বল খেলেও রান করতে পারেননি সাদমান। দ্বিতীয় উইকেট জুটিতে সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত পুরো সেশন পার করে দিয়েছেন। সাইফের ফিফটিতে ১ উইকেটে ৯৩ রান করে বাংলাদেশ।
মধ্যাহ্ন বিরতির পর ৬৫ রান করা সাইফ সতীর্থদের ব্যাটিং করার সুযোগ করে দিতে স্বেচ্ছায় অবসরে যান। শান্তর সঙ্গে যোগ দেন অধিনায়ক মুমিনুল হক। এরপর ফিফটি তুলে নেন শান্তও। ৫২ রান করে বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানও স্বেচ্ছায় অবসরে যান। ১ উইকেট ১৯৪ রানে নিয়ে সাকিব আর মুমিনুল দ্বিতীয় সেশন শেষ করেন।
চা বিরতির পরই ২৯ রান করে আউট হন মুমিনুল । সাকিব আর লিটন দাস দলের স্কোর আরও বড় করার লক্ষ্যে এগিয়ে যান। সাকিব একটু বেশি আক্রমণাত্মক ছিলেন। ৪৯ বলে ফিফটি তুলে নিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। ৫৬ বলে ৭৪ রান করে সাকিবও স্বেচ্ছায় অবসরে গেছেন। লিটনও (৩৭) স্বেচ্ছায় অবসরে গেছেন। মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ দিনের বাকিটা সময় ভালোভাবেই কাটিয়ে দেন। মাহমুদউল্লাহ ৪০ ও মিরাজ উইকেটে আছে ৫ রানে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৯০ ওভারে ৩১৩/২ (সাকিব ৭৪, সাইফ ৬৫, শান্ত ৫২, মাহমুদউল্লাহ ৪০ *, মুমিনুল ২৯, লিটন ৩৭, মিরাজ ৫ *; জঙ্গুয়ে ২৩ / ১, ব্রাইটন ৩৪ /১)।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে একমাত্র দুই দিনের প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের প্রস্তুতিটা ভালোই হচ্ছে। লম্বা বিরতির পর সাদা পোশাকে খেলতে নেমে সাকিব আল হাসানের প্রস্তুতিটা বেশি ভালো হয়েছে। আজ হারারেতে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে পেয়েছেন ফিফটি।
সাকিবের সঙ্গে সাইফ হাসান, নাজমুল হাসান শান্তদের ব্যাটিং অনুশীলনটাও ভালোই হয়েছে। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই প্রস্তুতি ম্যাচে খেলছেন না তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। ২ উইকেটে ৩১৩ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ।
হারারের তাকাশিংহা স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। দলীয় ১৬ রানে সাদমান ইসলাম আউট কোনো রান না করেই। ৪৩ মিনিট উইকেটে থেকে ৩০ বল খেলেও রান করতে পারেননি সাদমান। দ্বিতীয় উইকেট জুটিতে সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত পুরো সেশন পার করে দিয়েছেন। সাইফের ফিফটিতে ১ উইকেটে ৯৩ রান করে বাংলাদেশ।
মধ্যাহ্ন বিরতির পর ৬৫ রান করা সাইফ সতীর্থদের ব্যাটিং করার সুযোগ করে দিতে স্বেচ্ছায় অবসরে যান। শান্তর সঙ্গে যোগ দেন অধিনায়ক মুমিনুল হক। এরপর ফিফটি তুলে নেন শান্তও। ৫২ রান করে বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানও স্বেচ্ছায় অবসরে যান। ১ উইকেট ১৯৪ রানে নিয়ে সাকিব আর মুমিনুল দ্বিতীয় সেশন শেষ করেন।
চা বিরতির পরই ২৯ রান করে আউট হন মুমিনুল । সাকিব আর লিটন দাস দলের স্কোর আরও বড় করার লক্ষ্যে এগিয়ে যান। সাকিব একটু বেশি আক্রমণাত্মক ছিলেন। ৪৯ বলে ফিফটি তুলে নিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। ৫৬ বলে ৭৪ রান করে সাকিবও স্বেচ্ছায় অবসরে গেছেন। লিটনও (৩৭) স্বেচ্ছায় অবসরে গেছেন। মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ দিনের বাকিটা সময় ভালোভাবেই কাটিয়ে দেন। মাহমুদউল্লাহ ৪০ ও মিরাজ উইকেটে আছে ৫ রানে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৯০ ওভারে ৩১৩/২ (সাকিব ৭৪, সাইফ ৬৫, শান্ত ৫২, মাহমুদউল্লাহ ৪০ *, মুমিনুল ২৯, লিটন ৩৭, মিরাজ ৫ *; জঙ্গুয়ে ২৩ / ১, ব্রাইটন ৩৪ /১)।
২৪ আগস্ট শুরু হবে ইউএস ওপেন। তার আগে আজ বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের প্রাইজমানি ঘোষণা করেছে আয়োজকেরা। এবার প্রাইজমানির দিক থেকে রীতিমতো ইতিহাস গড়েছে ইউএস ওপেন। ঘোষণা করেছে ৯০ মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪৪ কোটি টাকা। টেনিস ইতিহাসে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ
১৩ মিনিট আগেবগুড়ায় সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়েছিল ২০০৬ সালে। শহীদ চান্দু স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এই ভেন্যু থেকে এই দীর্ঘ সময়ে শুধু আন্তর্জাতিক ম্যাচই হারিয়ে যায়নি, হারিয়েছে ভেন্যু হিসেবে এর এক সময়ের জৌলুশও। বিপিএল কিংবা বিসিবির অন্যান্য ঘরোয়া টি-টোয়েন্টি আয়োজনেও আর নাম থাকে
২১ মিনিট আগেআন্তর্জাতিক ফুটবলে নিয়মিত সাফল্য না থাকায় বিশ্ব ফুটবলে বাংলাদেশের অবস্থান যেন তৃতীয় বিশ্বে। মাঝেমধ্যে বিশ্ব ফুটবলে বাংলাদেশ যদি নাড়াও দেয়, সেটাও নেতিবাচক কারণে। সে ক্ষেত্রে ইতিবাচক ঘটনায় ফিফার বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নাম দেখাটা দুর্লভই বটে।
১ ঘণ্টা আগেএএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে আজ। কুয়ালালামপুরে হওয়া এই ড্রয়ের পর জানা গেল, বাংলাদেশ বয়সভিত্তিক টুর্নামেন্টটি খেলবে জর্ডানে। টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে পড়েছে চাইনিজ তাইপেও।
২ ঘণ্টা আগে