আইএমএফের ঋণের সুবিধা জনগণ পাবে না: আনু মুহাম্মদ
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের সুবিধা জনগণ পাবে না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ। আজ বুধবার ‘জ্বালানি, বিদ্যুৎ ও অর্থনৈতিক সংকট: উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ এই সেমিনারের আয়োজন করে।