তেজগাঁও কলেজের অধ্যক্ষ মো. হারুন-অর-রশিদের পিএইচডি অর্জন

অনলাইন ডেস্ক
আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১১: ৪৮
Thumbnail image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন তেজগাঁও কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ। Madhupur Sal Forest: Vegetation Deforestation and its Impact on Some Major Fauna বিষয়ে মৌলিক গবেষণার জন্য সম্প্রতি তাঁকে এই স্বীকৃতি দেওয়া হয়।

ড. মো. হারুন-অর-রশিদ ১৯৮৫ সালে এসএসসি, ১৯৮৭ সালে এইচএসসি পাস করেন। ১৯৯০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যা বিষয়ে স্নাতক ও ১৯৯১ সালে ১ম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তাঁর গ্রামের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি। তাঁর বাবা আব্দুল কুদ্দুস সরকার এবং মাতা জোবেদা বেগম। ৮ ভাই বোনের মধ্যে তিনি চতুর্থ।

রাজধানীর তেজগাঁও কলেজে চলতি বছরের ১২ এপ্রিল অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান হারুন-অর-রশিদ। এর আগে তিনি দীর্ঘদিন কলেজটির উপাধ্যক্ষ ছিলেন। তেজগাঁও কলেজে যোগদানের আগে তিনি শিক্ষা ক্যাডারে নিযুক্ত ছিলেন। এছাড়াও ১৮তম বিসিএস উত্তীর্ণ হয়ে ফ্যামিলি প্ল্যানিং ক্যাডারে কাজের অভিজ্ঞতা তাঁর রয়েছে। পরবর্তীতে তিনি এই চাকুরি ছেড়ে তেজগাঁও কলেজে বোটানি বিভাগে যোগদান করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত