Ajker Patrika

জাহাঙ্গীরনগরে কোটায় ভর্তি শুরু ৫ নভেম্বর

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগরে কোটায় ভর্তি শুরু ৫ নভেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে বিভিন্ন কোটায় আবেদনকৃত শিক্ষার্থীদের ভর্তি ৫ নভেম্বর থেকে শুরু হবে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব আবু হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এ ছাড়া মুক্তিযোদ্ধা কোটা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী-দলিত সম্প্রদায় ও অনগ্রসর সম্প্রদায় কোটা, প্রতিবন্ধী কোটা, খেলোয়াড় কোটা ও উপাচার্য কোটায় সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘কোটায় ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রথম ধাপে ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। ভর্তিকৃত শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত হয়ে ৮ ও ৯ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষা শাখায় জমা দিতে হবে। খেলোয়াড় কোটা ও উপাচার্য কোটা ব্যতীত অন্য সকল কোটার বিপরীতে শূন্য আসনের তালিকা প্রকাশ করা হবে ১৩ নভেম্বর। প্রকাশিত তালিকা থেকে ১৪ ও ১৫ নভেম্বর অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ১৫ ও ১৬ নভেম্বর সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত