জাহাঙ্গীরনগরে সাংবাদিক নিপীড়নের দায়ে ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাংবাদিক নিপীড়নের দায়ে ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তাদের বিভিন্ন মেয়াদে বহিষ্কার, জরিমানা ও সতর্ক করা হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।