Ajker Patrika

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে জাহাঙ্গীরনগরে কবিতা সমাবেশ

জাবি প্রতিনিধি
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে জাহাঙ্গীরনগরে কবিতা সমাবেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনে সংঘটিত ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে কবিতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংগঠন চিরকুট এই আয়োজন করে। ‘ফিলিস্তিনের জনগণের পক্ষে কবিতা সমাবেশ’ শীর্ষক সমাবেশে প্রায় ৪০ জন কবিসহ শতাধিক ব্যক্তি অংশ নেন। 

সমাবেশে কবিতা পাঠ করেন হাসান রোবায়েত, পলিয়ার ওয়াহিদ, শব্দ নীল, মিছির হাসনাইন, জহির ফয়সাল, শাকিব লোহানী, তালুকদার লাভলী, জেবুন্নেসা জেবা, সাজিদা স্নিগ্ধা, আনিস মুহাম্মদ, সাদ্দাম হোসেন, হামিদা জান্নাত ও তাহমিদ হাসান প্রমুখ। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমেদ রেজা বলেন, ‘কবি ও সাহিত্যিকেরা সব সময় মানবিক হন। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে তাই এই ধরনের আয়োজন প্রশংসনীয়।’ 

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক খন্দকার লুৎফুল এলাহী বলেন, ‘আধিপত্যবাদী ইসরায়েলের আগ্রাসনের বিপরীতে আমরা তথাকথিত মুসলিম বিশ্বকে সব সময় নীরব দেখেছি। অথচ ইসরায়েলের গণহত্যার সমর্থনে মানবতার ধ্বজাধারীরা জোট বেঁধে মাঠে থাকেন।’ 

চিরকুট সভাপতি মেহেদী মামুন বলেন, ‘চিরকুটের আজকের কর্মসূচি ধর্ম-বর্ণ নির্বিশেষে নিরস্ত্র নাগরিকের ওপর অত্যাচারের প্রতিবাদে। এখানকার প্রতিটি অক্ষর আঘাত করুক দখলদারের বিধ্বংসী অস্ত্রের বিরুদ্ধে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত