Ajker Patrika

জাহাঙ্গীরনগরে মসজিদের নির্মাণকাজ শুরুর দাবিতে শিক্ষার্থীদের আলটিমেটাম

জাবি প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১৯: ০৮
জাহাঙ্গীরনগরে মসজিদের নির্মাণকাজ শুরুর দাবিতে শিক্ষার্থীদের আলটিমেটাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুটি আবাসিক হলের একটি মসজিদ নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার দুপুরে হলসংলগ্ন নির্মাণাধীন মসজিদের সামনে এ কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হল এবং আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থীরা। এতে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিক্ষুব্ধ ছাত্ররা ১০ ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শুরুর আলটিমেটাম দেন। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও প্রকল্প অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। 

মসজিদ নির্মাণকাজ শুরুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকামানববন্ধনে রসায়ন বিভাগ ও শহীদ সালাম-বরকত হলের আবাসিক ছাত্র রাফিউল ইসলাম রনি বলেন, ‘মসজিদ নির্মাণে বিশ্ববিদ্যালয় প্রশাসন টালবাহানা শুরু করেছে। বিভিন্ন অজুহাতে বারবার মসজিদের নির্মাণকাজ বন্ধ করা হয়েছে। তাই আগামী ১০ ডিসেম্বরের মধ্যে কাজ শুরু না করলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং প্রকল্প অফিসে তালা ঝুলিয়ে দিব।’ 

কামালউদ্দিন হলের আবাসিক ছাত্র আবু মূসা ভূঁইয়া বলেন, ‘মসজিদের কাজ নিয়ে যত টালবাহানা হচ্ছে, তা অন্য কোথাও দেখিনি। নির্মাণকাজ শুরু করার এক বছর পার হলেও এখনো শেষ হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত