ধুঁকতে থাকা সেই হাভার্টজই এখন ইউরোপের নায়ক
গ্যারি লিনেকারের একটি কথা ফুটবল বিশ্বে বেশ প্রচলিত। ফুটবল খেলায় ৯০ মিনিট ধরে ২২ জন বলের পেছনে দৌড়ায়, দিন শেষে কেবল জার্মানিই জেতে। না, কাল চ্যাম্পিয়নস লিগ ফাইনালে কোনো জার্মান ক্লাব শিরোপা জেতেনি। তবে এক জার্মান তরুণের গোলেই ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে জিতেছে চেলসি। সেই একটি গোলেই এখন ইউরো