ফাইজার–বায়োএনটেকের বিরুদ্ধে মডার্নার মামলা
মডার্না জানিয়েছে, ফাইজার–বায়োএনটেক তাদের দুই ধরনের ‘বুদ্ধিবৃত্তিক সম্পত্তি’ অনুলিপি করেছে। এর একটি হলো—কোভিড–১৯ ভ্যাকসিনের এমআরএনএ কাঠামোর সঙ্গে জড়িত। মডার্নার দাবি, তাদের গবেষকেরা ২০১০ সালেই এই প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছিল এবং ২০১৫ সালে