অনলাইন ডেস্ক
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানির রাজধানী বার্লিনের ব্রিটিশ দূতাবাসের এক প্রহরীকে গ্রেপ্তার করা হয় বছর খানেক আগে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর বিচারও শুরু হয়েছে। রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাচারসহ মোট আটটি অপরাধে তাঁর বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট আইনে অভিযুক্ত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
পটসডামে বসবাসকারী ওই ব্রিটিশ নাগরিকের নাম ডেভিড ব্যালেন্টিন স্মিথ। তিনি বার্লিনের ব্রিটিশ দূতাবাসের প্রহরী হিসেবে কাজ করতেন। সম্প্রতি তাঁকে জার্মানি থেকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে, রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মান পুলিশ ডেভিড ব্যালেন্টিনকে ২০২১ সালে আগস্টে গ্রেপ্তার করে।
বিচারপতি মার্ক ওয়াল বলেছেন, স্মিথের বিরুদ্ধে আনীত অভিযোগের বিচারকাজ শুরু করতে কোনো বাধা নেই। স্মিথ গত সপ্তাহে লন্ডনের ওল্ড বেইলিকে আদালতে হাজির করা হয়েছিল এবং ২০২০ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বার্লিনে রাশিয়ার সামরিক অ্যাটাশে হিসেবে কর্মরত মেজর জেনারেল সের্গেই চুখুরভকে যুক্তরাজ্যের বেসামরিক কর্মচারীদের সম্পর্কে তথ্য দেওয়ার একটি অভিযোগে তাঁকে আদালত দোষী সাব্যস্ত করেন।
আল-জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্মিথ তাঁর বিরুদ্ধে আনীত আরও ৭টি অভিযোগ স্বীকার করেছেন। এসব অভিযোগের মধ্যে রয়েছে, শত্রু দেশের জন্য বিশেষ করে রাশিয়ার কাছে গুরুত্ব বহন করে এমন তথ্য ও বস্তু সংগ্রহ করা এবং ব্রিটিশ দূতাবাসের নকশা রাশিয়ার কাছে হস্তান্তর করা।
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানির রাজধানী বার্লিনের ব্রিটিশ দূতাবাসের এক প্রহরীকে গ্রেপ্তার করা হয় বছর খানেক আগে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর বিচারও শুরু হয়েছে। রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাচারসহ মোট আটটি অপরাধে তাঁর বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট আইনে অভিযুক্ত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
পটসডামে বসবাসকারী ওই ব্রিটিশ নাগরিকের নাম ডেভিড ব্যালেন্টিন স্মিথ। তিনি বার্লিনের ব্রিটিশ দূতাবাসের প্রহরী হিসেবে কাজ করতেন। সম্প্রতি তাঁকে জার্মানি থেকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে, রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মান পুলিশ ডেভিড ব্যালেন্টিনকে ২০২১ সালে আগস্টে গ্রেপ্তার করে।
বিচারপতি মার্ক ওয়াল বলেছেন, স্মিথের বিরুদ্ধে আনীত অভিযোগের বিচারকাজ শুরু করতে কোনো বাধা নেই। স্মিথ গত সপ্তাহে লন্ডনের ওল্ড বেইলিকে আদালতে হাজির করা হয়েছিল এবং ২০২০ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বার্লিনে রাশিয়ার সামরিক অ্যাটাশে হিসেবে কর্মরত মেজর জেনারেল সের্গেই চুখুরভকে যুক্তরাজ্যের বেসামরিক কর্মচারীদের সম্পর্কে তথ্য দেওয়ার একটি অভিযোগে তাঁকে আদালত দোষী সাব্যস্ত করেন।
আল-জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্মিথ তাঁর বিরুদ্ধে আনীত আরও ৭টি অভিযোগ স্বীকার করেছেন। এসব অভিযোগের মধ্যে রয়েছে, শত্রু দেশের জন্য বিশেষ করে রাশিয়ার কাছে গুরুত্ব বহন করে এমন তথ্য ও বস্তু সংগ্রহ করা এবং ব্রিটিশ দূতাবাসের নকশা রাশিয়ার কাছে হস্তান্তর করা।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৬ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৬ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৬ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৭ ঘণ্টা আগে