অবিশ্বাস্য, অসাধারণ-প্রশংসা করতে এই শব্দগুলো অনেক সময় যেন কমই হয়ে যায়। গতকাল খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে এক মিনিটের ব্যবধানে জার্মানি ফুটবলারদের চারটি আক্রমণ ঠেকিয়ে দিয়েছেন জাপানের গোলরক্ষক শুইচি গোন্ডা। ‘সুপারম্যান’ গোন্ডাই জার্মানিকে হতাশ করেছেন বারবার।
গতকাল জার্মানি-জাপান ম্যাচে ৭০ মিনিটের সময়কার ঘটনা। প্রথমে আক্রমণ করেন জোনাস হফম্যান। ঠেকিয়ে দিয়েছিলেন গোন্ডা। ফিরতি বলে এরপর শট নেন সার্জিও ন্যাব্রি। জাপানি গোলরক্ষক সেই শটও ঠেকিয়ে দিয়েছেন। এরপর রমের পাসে আবারও হেড দেন ন্যাব্রি, গোন্ডার দেয়ালে আটকে যায় তাঁর সেই চেষ্টাও। ফিরতি বলে ন্যাব্রিকে আরেকবার হতাশ করেন জাপানি গোলরক্ষক।
জার্মানি-জাপান ম্যাচে গতকাল শুরুতে এগিয়ে গিয়েছিল জার্মানি। ৩৩ মিনিটে পেনাল্টিতে গোল করেন ইকে গুন্ডোগান। গোন্ডার অসাধারণ নৈপুণ্যে জার্মানি আর কোনো গোলই করতে পারেনি। শেষ ১৫ মিনিটের মধ্যে দুটো গোল করে জাপান জিতে যায় ২-১ ব্যবধানে।
জার্মানি, জাপান-দুই দলেরই পরের ম্যাচ দুটো স্পেন ও কোস্টারিকার বিপক্ষে। অন্যদিকে ২৭ নভেম্বর জার্মানির প্রতিপক্ষ স্পেন এবং জাপান খেলবে কোস্টারিকার বিপক্ষে। আর ১ ডিসেম্বর জাপান খেলবে স্পেনের বিপক্ষে এবং কোস্টারিকার মুখোমুখি হবে জার্মানি।
অবিশ্বাস্য, অসাধারণ-প্রশংসা করতে এই শব্দগুলো অনেক সময় যেন কমই হয়ে যায়। গতকাল খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে এক মিনিটের ব্যবধানে জার্মানি ফুটবলারদের চারটি আক্রমণ ঠেকিয়ে দিয়েছেন জাপানের গোলরক্ষক শুইচি গোন্ডা। ‘সুপারম্যান’ গোন্ডাই জার্মানিকে হতাশ করেছেন বারবার।
গতকাল জার্মানি-জাপান ম্যাচে ৭০ মিনিটের সময়কার ঘটনা। প্রথমে আক্রমণ করেন জোনাস হফম্যান। ঠেকিয়ে দিয়েছিলেন গোন্ডা। ফিরতি বলে এরপর শট নেন সার্জিও ন্যাব্রি। জাপানি গোলরক্ষক সেই শটও ঠেকিয়ে দিয়েছেন। এরপর রমের পাসে আবারও হেড দেন ন্যাব্রি, গোন্ডার দেয়ালে আটকে যায় তাঁর সেই চেষ্টাও। ফিরতি বলে ন্যাব্রিকে আরেকবার হতাশ করেন জাপানি গোলরক্ষক।
জার্মানি-জাপান ম্যাচে গতকাল শুরুতে এগিয়ে গিয়েছিল জার্মানি। ৩৩ মিনিটে পেনাল্টিতে গোল করেন ইকে গুন্ডোগান। গোন্ডার অসাধারণ নৈপুণ্যে জার্মানি আর কোনো গোলই করতে পারেনি। শেষ ১৫ মিনিটের মধ্যে দুটো গোল করে জাপান জিতে যায় ২-১ ব্যবধানে।
জার্মানি, জাপান-দুই দলেরই পরের ম্যাচ দুটো স্পেন ও কোস্টারিকার বিপক্ষে। অন্যদিকে ২৭ নভেম্বর জার্মানির প্রতিপক্ষ স্পেন এবং জাপান খেলবে কোস্টারিকার বিপক্ষে। আর ১ ডিসেম্বর জাপান খেলবে স্পেনের বিপক্ষে এবং কোস্টারিকার মুখোমুখি হবে জার্মানি।
ক্রিস ওকসের আবেদনে আম্পায়ার প্রথমে সাড়া দেননি। সতীর্থদের সঙ্গে আলাপ-আলোচনার পর ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস রিভিউর সিদ্ধান্ত নিলেন। রিভিউতে দেখা যায়, বল পায়ে আঘাত করার আগে সেটা ঋষভ পন্তের ব্যাট ছুঁয়ে এসেছে। সেই যাত্রায় বেঁচে যান পন্ত।
১০ মিনিট আগেঢাকায় এখন এশিয়ান ক্রিকেট বোর্ডগুলোর শীর্ষ কর্তাদের মিলনমেলা। ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ভারত-শ্রীলঙ্কার প্রতিনিধিরা সশরীরে অংশ না নিলেও যুক্ত থাকবে অনলাইনে। আর যাঁরা উপস্থিত হয়েছেন, তাঁদের তালিকাটাও যথেষ্ট ওজনদারই বলতে হয়। এসিসির এই সভা সামনে রেখে ‘এক ঢিলে’
৪২ মিনিট আগেস্বাগত পানীয় দিয়ে শুরু। কয়েক পদের মিষ্টান্ন দিয়ে শেষ। এর মাঝে কী ছিল না আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নৈশভোজে!
১২ ঘণ্টা আগেঅবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) মেঘ কাটতে শুরু করেছে। আগামীকাল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসিসির এজিএম বয়কট করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—এমনই সংবাদ প্রকাশ হয়েছিল ভারতের সংবাদমাধ্যমে। ঢাকার সভা বর্জনে ভারতকে অনুসরণ করছিল শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো
১৩ ঘণ্টা আগে