ছাত্রলীগ নেতাকে মারধর ও চুল কেটে শাস্তি, পৌর মেয়রের বিরুদ্ধে স্মারকলিপি
জামালপুর পৌরসভার মেয়রের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে জখম, মাথা ন্যাড়া করে দেওয়া, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল, ডিসি অফিস ঘেরাও করে ছাত্রলীগ নেতার মুক্তির দাবিতে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।