Ajker Patrika

জামালপুরে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
জামালপুরে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

জামালপুরে ইসলামপুরে ও বকশীগঞ্জে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। আজ সকালে ইসলামপুরে বিদ্যুতায়িত হয়ে আব্বাস আলী (৪০) নামে তিন সন্তানের জনকের মৃত্যু হয়েছে। অপরদিকে বকশীগঞ্জে ভুট্টা মাড়াই করতে গিয়ে মেশিনের নিচে চাপা পড়ে নূরনবী (৪৫) নামে কৃষকের মৃত্যু হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর সর্দার পাড়া গ্রামে চার্জরত ইজিবাইক সংযোগ খুলে বের হওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আব্বাস আলী মৃত মানিকজল ব্যাপারীর ছেলে। 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বলেন, বিদ্যুতায়িত হয়েই আব্বাস আলীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন। অপরদিকে জামালপুরের বকশীগঞ্জে বগারচর ইউনিয়নে ভুট্টা মাড়াই করার সময় মেশিনের নিচে চাপা পড়ে নূরনবী (৪৫) নামে কৃষকের মৃত্যু হয়েছে। 

আজ শনিবার দুপুর ২টা দিকে উপজেলার বগারচর ইউনিয়নের দক্ষিণ বগারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নূরনবী এলাকায় ময়ফুল হাজীর ছেলে। দুপুরে নূরনবী বাড়ির সামনে ভুট্টা মাড়াই করার জন্য মেশিন নিয়ে যাওয়ার পথে মেশিনের নিচে চাপা পড়ে। পরে স্থানীয় লোকজন মেশিনের নিচে থেকে তাকে উদ্ধার করার কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান মাসুম প্রামাণিক মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ভুট্টা মাড়াই করার মেশিনের নিচে পড়ে তার মৃত্যু হয়েছে। মেশিন নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত