সাংবাদিক নাদিম হত্যা: বকশীগঞ্জের সাধুরপাড়ায় অসাধু বাবুর রাজত্ব
হত্যা মামলার প্রধান আসামি, দল থেকে বহিষ্কৃত নেতা, আত্মগোপনে গিয়ে হয়েছেন গ্রেপ্তারও। তবু তাঁর বিরুদ্ধে কারও প্রকাশ্যে মুখ খোলার যেন সাহস নেই। কারণ সবার আশঙ্কা, সুযোগ পেয়ে একবার বের হতে পারলে সেই শোধ নিতে ভুল করবেন না জামালপুরের বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।