ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ছাত্রাবাস থেকে গত ২ জুন একটি গাঁজার গাছ, সাতটি মদের খালি বোতল ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ১১ ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার আইএইচটির একাডেমিক কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
আইএইচটির অধ্যক্ষ ডা. প্রদীপ কুমার সাহা, প্রভাষক ডাক্তার শাহ মো. মোখলেছুর রহমান ও সহকারী পরিচালক ডা. মুহাম্মদ রবিউল ইসলামের যৌথ স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানা যায়।
আইএইচটির ২০২০-২১ শিক্ষাবর্ষের ল্যাবরেটরি বিভাগের ছাত্র রেদোয়ান আল রাফি এবং মাহবুবুর রহমান সায়েমকে এক বছরের জন্য সাময়িক বহিষ্কার করাসহ ছাত্রাবাসের সিট বরাদ্দ বাতিল করা হয়েছে।
২০২০-২১ শিক্ষাবর্ষের ডেন্টাল বিভাগের ছাত্র আহসানুল্লাহ রায়হান এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের ছাত্র রিফাত ফারাজিকে এক বছরের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে।
২০২০-২১ শিক্ষাবর্ষের ল্যাবরেটরি বিভাগের ছাত্র দায়েমুল ইসলাম জীবন, ডেন্টাল বিভাগের সাদমান হোসেন এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের সাজিদ কারীম অর্ণবকে ছয় মাসের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে।
২০২০-২১ শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের ছাত্র সালাউদ্দিন খোকা, রেডিওলজি বিভাগের হৃদয় পারভেজ, ল্যাবরেটরি বিভাগের ছাব্বির হোসেন খান ও ২০২১-২২ শিক্ষাবর্ষের রেডিওলজি বিভাগের মো. রনিকে ছয় মাসের জন্য সাময়িক বহিষ্কারসহ ছাত্রাবাসের সিট বরাদ্দ বাতিল করা হয়েছে।
আইএইচটির অধ্যক্ষ ডা. প্রদীপ কুমার সাহা বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পেয়ে ১১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২ জুন সন্ধ্যায় আইএইচটির ছাত্রাবাসে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ল্যাবরেটরি বিভাগের ছাত্র দায়েমুল ইসলাম জীবন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে সেখানে জরুরি বিভাগের ভেতরে ঢুকে তাঁকে মারধরের চেষ্টা চালায় প্রতিপক্ষ গ্রুপের লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধারণ শিক্ষার্থীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে রাত ৮টার দিকে ইসলামপুর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।
পরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ইসলামপুর থানার পুলিশের রাতভর যৌথ অভিযানে ছাত্রাবাসের কয়েকটি কক্ষ থেকে মাদক গ্রহণের সরঞ্জাম, মদের বেশ কিছু খালি বোতলসহ টবের মধ্যে রোপণকৃত একটি গাঁজার গাছ জব্দ করা হয়। এ নিয়ে জামালপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ ঘটনায় আইএইচটির কর্তৃপক্ষ আইএইচটির সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। গত ৪ থেকে ১৩ জুন পর্যন্ত তদন্তকাজ পরিচালনা শেষে কর্তৃপক্ষের কাছে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করে কমিটি। এর পরিপ্রেক্ষিতে আইএইচটির একাডেমিক কমিটির জরুরি সভায় তদন্ত কমিটির সুপারিশসমূহ পর্যালোচনা করে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
তবে একই ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আলহাজ মিয়ার রোষানল থেকে মুক্তি চেয়ে দায়েমূল ইসলাম জীবন এবং রেদোয়ান আল রাফি নামে দুই শিক্ষার্থী আইএইচটির কর্তৃপক্ষ বরাবর লিখিত আলাদা আলাদা অভিযোগ করলেও সে বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কি না, তা জানা যায়নি।
জামালপুরের ইসলামপুরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ছাত্রাবাস থেকে গত ২ জুন একটি গাঁজার গাছ, সাতটি মদের খালি বোতল ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ১১ ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার আইএইচটির একাডেমিক কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
আইএইচটির অধ্যক্ষ ডা. প্রদীপ কুমার সাহা, প্রভাষক ডাক্তার শাহ মো. মোখলেছুর রহমান ও সহকারী পরিচালক ডা. মুহাম্মদ রবিউল ইসলামের যৌথ স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানা যায়।
আইএইচটির ২০২০-২১ শিক্ষাবর্ষের ল্যাবরেটরি বিভাগের ছাত্র রেদোয়ান আল রাফি এবং মাহবুবুর রহমান সায়েমকে এক বছরের জন্য সাময়িক বহিষ্কার করাসহ ছাত্রাবাসের সিট বরাদ্দ বাতিল করা হয়েছে।
২০২০-২১ শিক্ষাবর্ষের ডেন্টাল বিভাগের ছাত্র আহসানুল্লাহ রায়হান এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের ছাত্র রিফাত ফারাজিকে এক বছরের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে।
২০২০-২১ শিক্ষাবর্ষের ল্যাবরেটরি বিভাগের ছাত্র দায়েমুল ইসলাম জীবন, ডেন্টাল বিভাগের সাদমান হোসেন এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের সাজিদ কারীম অর্ণবকে ছয় মাসের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে।
২০২০-২১ শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের ছাত্র সালাউদ্দিন খোকা, রেডিওলজি বিভাগের হৃদয় পারভেজ, ল্যাবরেটরি বিভাগের ছাব্বির হোসেন খান ও ২০২১-২২ শিক্ষাবর্ষের রেডিওলজি বিভাগের মো. রনিকে ছয় মাসের জন্য সাময়িক বহিষ্কারসহ ছাত্রাবাসের সিট বরাদ্দ বাতিল করা হয়েছে।
আইএইচটির অধ্যক্ষ ডা. প্রদীপ কুমার সাহা বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পেয়ে ১১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২ জুন সন্ধ্যায় আইএইচটির ছাত্রাবাসে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ল্যাবরেটরি বিভাগের ছাত্র দায়েমুল ইসলাম জীবন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে সেখানে জরুরি বিভাগের ভেতরে ঢুকে তাঁকে মারধরের চেষ্টা চালায় প্রতিপক্ষ গ্রুপের লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধারণ শিক্ষার্থীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে রাত ৮টার দিকে ইসলামপুর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।
পরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ইসলামপুর থানার পুলিশের রাতভর যৌথ অভিযানে ছাত্রাবাসের কয়েকটি কক্ষ থেকে মাদক গ্রহণের সরঞ্জাম, মদের বেশ কিছু খালি বোতলসহ টবের মধ্যে রোপণকৃত একটি গাঁজার গাছ জব্দ করা হয়। এ নিয়ে জামালপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ ঘটনায় আইএইচটির কর্তৃপক্ষ আইএইচটির সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। গত ৪ থেকে ১৩ জুন পর্যন্ত তদন্তকাজ পরিচালনা শেষে কর্তৃপক্ষের কাছে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করে কমিটি। এর পরিপ্রেক্ষিতে আইএইচটির একাডেমিক কমিটির জরুরি সভায় তদন্ত কমিটির সুপারিশসমূহ পর্যালোচনা করে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
তবে একই ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আলহাজ মিয়ার রোষানল থেকে মুক্তি চেয়ে দায়েমূল ইসলাম জীবন এবং রেদোয়ান আল রাফি নামে দুই শিক্ষার্থী আইএইচটির কর্তৃপক্ষ বরাবর লিখিত আলাদা আলাদা অভিযোগ করলেও সে বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কি না, তা জানা যায়নি।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪